নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২ | প্রিন্ট
ঢালিউডের অভিনেত্রী ইয়ামিন হক ববি। এই প্রথম কোনো সিনেমায় আইটেম গানে এসেছেন তিনি। তা নিয়ে উচ্ছ্বসিত ছিলেন তবে দর্শকের কাছ থেকে এসেছে ভিন্ন প্রতিক্রিয়া।
ইউটিউবে মুক্তি পাওয়া গানটি দেখে অনেকেই মন্তব্য করেছেন, তাদের ভালো লাগেনি। একজন আবার লিখেছেন, ‘এমবির টাকা ফেরত চাচ্ছি।
মুক্তি প্রতীক্ষিত ‘ব্ল্যাক ওয়ার’ সিনেমার আইটেম গান ‘চালাও গুলি’ বড়দিন উপলক্ষে মুক্তি পেয়েছে রোববার। মুক্তাদির মওলার লেখা ও মীর মাসুমের গাওয়া এই গানে নেচেছেন ববি।
কুল নিবেদিত, মাইম মাল্টিমিডিয়া সহপ্রযোজিত এবং ঢাকা ডিটেকটিভ ক্লাবের সহযোগিতায় নির্মিত ব্ল্যাক ওয়ার মূলত মিশন এক্সট্রিমের দ্বিতীয় কিস্তি। সিনেমাটি আসছে কপ ক্রিয়েশনের ব্যানারে।
এতে অভিনয় করেছেন আরিফিন শুভ, তাসকিন রহমান, জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, মিশা সওদাগর, শতাব্দী ওয়াদুদ, মনোজ প্রামাণিক, ইরেশ যাকের, মাজনুন মিজান, সুদীপ বিশ্বাস, সৈয়দ আরেফ, রাশেদ খান অপু, দীপু ইমাম, এহসানুর রহমান, ইমরান শওদাগর প্রমুখ।
এর আগে ২০২১ সালের ৩ ডিসেম্বর মুক্তি পায় মিশন এক্সট্রিমের প্রথম পর্ব। বাংলাদেশ ছাড়াও বিশ্বের বহু দেশে একযোগে সিনেমাটি মুক্তি দেয়া হয়। ব্ল্যাক ওয়ার মুক্তি পাবে ৬ জানুয়ারি।
প্রচারের অংশ হিসেবে পোস্টার ও টিজার মুক্তি দেওয়া হয়েছে। সেই ধারাবাহিকতায় রোববার মুক্তি পায় সিনেমাটির আইটেম সং।
Posted ০৮:৩০ | সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain