নিজস্ব প্রতিবেদক | রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২ | প্রিন্ট
ঘরের কাজ করার সময় অনেক ক্ষেত্রে বিপদে পড়েন মায়েরা। এসব সময়ে সন্তানদের সাহায্য অনেক বড় হয়ে দাঁড়ায়। সম্প্রতি এইমনই একটি ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
ভিডিওটিতে দেখা যায়, এক নারী মইয়ের ওপর দাঁড়িয়ে ছাদ পরিষ্কার করছিলেন। নামার সময় অসাবধানতার কারণে পায়ে লেগে মইটি উল্টে পড়ে যায়। অবশ্য নিজেকে সামলে নিয়ে ওপরে থাকা একটা বিম থেকে কোনও রকমে ঝুলতে থাকেন ওই নারী। হাত ফসকে গেলেই মারাত্মক বিপদ হতে পারে।
ওই নারীর যেখানে কাজ করছিলেন তার পাশেই নিচে দাঁড়িয়েছিল তার ছোট্ট ছেলে। মায়ের বিপদ দেখেই সঙ্গে সঙ্গে সাহায্যের জন্য ছুটে যায় সে। গায়ের জোরে মইটা টেনে তোলার চেষ্টা শুরু করে সে। আশপাশে কোনও লোক না থাকায় পুরো কাজটাই তাকে একা একা করতে হয়েছে।
প্রথম দিকে সামলাতে না পারলেও শেষ পর্যন্ত মইটা তুলে মায়ের পায়ের কাছে সেটাকে রেখে দেয় বাচ্চা ছেলেটি। এখানেই শেষ নয়। মা যতক্ষণ না মই বেয়ে নিচে নেমেছেন ততক্ষণ মই আঁকড়ে দাঁড়িয়েছিল বাচ্চা এই ছেলেটি। মায়ের ব্যাপারে আর কোনও ঝুঁকি নিতে চায়নি সে।
গত ২৩ ডিসেম্বর টুইটারে ৪৩ সেকেন্ডের এই ভিডিও শেয়ার করেছিলেন আইপিএস অফিসার দীপাংশু কাবরা। সেখানেই ভিডিওটি ভাইরাল হয় এবং এই রিপোর্ট লেখা পর্যন্ত সেটি প্রায় ৩ লাখ বার দেখা হয়েছে। লাইক পড়েছে সাড়ে ৬ হাজারেরও বেশি।
টুইটারে একজন ব্যবহারকারী লিখেছেন, ‘ওহ মাই গড! এত বড় সিঁড়ি ধরে থাকা ছোট্ট শিশুর জন্য লাখো আশীর্বাদ। অবশেষে ভদ্রমহিলা রক্ষা পেয়েছেন। এটাকে বলা হয় ভালো প্যারেন্টিং।’
অন্য একজন ব্যবহারকারী লিখেছেন, ‘খুব ভালো, ইতিবাচক চিন্তাভাবনা এবং মায়ের জন্য (খুব ছোট) ছেলের অসাধারণ পদক্ষেপ, প্রশংসাযোগ্য।’
বাচ্চা ছেলেটি যেভাব মইটি মাটি থেকে তুলে ফের নিজের মায়ের পায়ের নাগালে রাখতে সক্ষম হয় তা দেখে অবাক নেট দুনিয়া। অবশ্য টুইটার ছাড়াও সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমেও এই ভিডিওটি ভাইরাল হয়েছে।
ভিডিওটি দেখুন…
সূত্র: ইন্ডিয়া টাইমস
Posted ১৪:১৯ | রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain