নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২ | প্রিন্ট
বিগ বসের ঘরে প্রেমের সম্পর্কে জড়ান অভিনেত্রী তেজস্বী প্রকাশ ও করন কুন্দ্রা। এই টিভি রিয়েলিটি শোয়ে রাতারাতি সম্পর্ক গড়ে উঠলেও অধিকাংশ ভেঙে যায়। তা ছাড়া তেজস্বীর আগে অন্য একজনের সঙ্গে সম্পর্কে ছিলেন করন কুন্দ্রা। যার ফলে অনেকেই তার উপর পুরোপুরি আস্থা রাখতে পারেননি। সব জল্পনা উড়িয়ে তেজস্বীর সঙ্গে চুটিয়ে প্রেম করছেন করন। বর্তমানে তারা লিভ-ইন সম্পর্কে রয়েছেন।
এবার এই জুটি ভারতের সীমানা পেরিয়ে দুবাইয়ে বিলাসবহুল ফ্ল্যাট কিনলেন। গত কয়েক দিন ধরে এ খবর নেটদুনিয়ায় উড়ছিল। দুবাইয়ের বিলাসবহুল ফ্ল্যাটটি কীভাবে সাজিয়েছেন তাই এবার নেটিজেনদের সামনে আনলেন এই প্রেমিক যুগল।
তেজস্বী তার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে লিখেছেন— ‘দুবাইয়ে আমাদের নতুন বাড়িতে আপনাকে স্বাগতম। আমরা আমাদের স্বপ্নের বাড়িতে একসঙ্গে বিনিয়োগ করেছি। এটি দুবাইয়ের কেন্দ্রবিন্দুতে অবস্থিত; যা খুবই বিলাসবহুল। সবচেয়ে বড় বিষয় হলো, এটি পুরোপুরি সজ্জিত। যার কারণে এখন আমরা লাগেজ প্যাক করে দুবাইয়ে উড়ে যাব।
প্রকাশিত ভিডিওতে দেখা যায়, দারুণভাবে সাজানো পুরো ফ্ল্যাট। যা দেখে যে কারো চোখ জুড়িয়ে যাবে। ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, ফ্ল্যাটটি ৪ কোটি রুপিতে ক্রয় করেছেন। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য ৫ কোটি ৫ লাখ ৯৭ হাজার ২৯৪ টাকা।
এ ভিডিও প্রকাশ্যে আসার খবর চাউর হয়েছে, এবার বিয়ের সানাই বাজতে চলেছে তেজস্বী-করনের। একাধিকবার সাক্ষাৎকারে করন কুন্দ্রাকে বলতে শোনা যায়, তিনি বিয়ের জন্য রাজি। যদিও তেজস্বীকে এ বিষয়ে খুব একটা স্পষ্ট মন্তব্য করতে দেখা যায়নি। একবার তেজস্বী এই প্রসঙ্গে তার মন্তব্য জানিয়ে রীতিমতো চমকে দিয়েছিলেন। কারণ তিনি জানিয়েছিলেন, বিয়েতে তেমনভাবে বিশ্বাসী নন, তবে সম্পর্কে আস্থা রাখেন। ফলে এই জুটি এভাবেই থাকবেন নাকি খুব শিগগির চার হাত এক হতে চলেছে তা সময়ই বলে দেবে!
Posted ০৫:২৭ | সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain