ডেস্ক রিপোর্ট | শনিবার, ১০ ডিসেম্বর ২০২২ | প্রিন্ট
দ্বিতীয় রাউন্ডের ম্যাচে মরক্কো স্পেনের বিপক্ষে খেলেছিল রক্ষণাত্মক ফুটবল, জিতেছিল পেনাল্টি শ্যুট আউটে। সেই মরক্কো ধারে ভারে অনেক এগিয়ে থাকা পর্তুগালের বিপক্ষেও তেমনভাবেই এগোবে, ধারণা ছিল এমনটাই। তবে আজ বিশ্বকাপের তৃতীয় কোয়ার্টার ফাইনালে দেখা মিলছে যেন অন্য এক দলের। রক্ষণ সামলে মুহুর্মুহু আক্রমণে ব্যতিব্যস্ত রাখছে পর্তুগিজ রক্ষণকে।
ফলশ্রুতিতে গোলটাও পেয়ে গেছে মরক্কানরা। ম্যাচের ৪২ মিনিটে ইয়াহইয়া আতিয়াত-আল্লাহর ক্রস থেকে দারুণ এক গোল করে বসেছেন ইউসেফ এন নেসেরি। তার এক গোলে এগিয়ে থেকে বিরতিতে গেছে অ্যাটলাস লায়নরা।
বিস্তারিত আসছে…
Posted ১৬:০০ | শনিবার, ১০ ডিসেম্বর ২০২২
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain