| মঙ্গলবার, ১৭ জুন ২০১৪ | প্রিন্ট
চীনের জিনজিয়াংয়ে সন্ত্রাসবাদ ও ভয়াবহ অপরাধের অভিযোগে সোমবার ১৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। খবর এপি’র। এরা সবাই স্বাধীনতাকামী উইঘুর মুসলমান বলে ধারণা করা হচ্ছে, তবে চীন সরকার তাদের পরিচয় প্রকাশ করেনি। এদের মধ্যে ৩৪ জনকে হত্যার দায়ে দণ্ডিত ৩ ব্যক্তিও রয়েছেন।
এদিকে সোমবারই চীনের একটি আদালত বেইজিংয়ের তিয়ানআনমেন গেটে ৫ জনকে হত্যার অভিযোগে ৩ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে, যারা মুসলমান বলে ধারণা করা হচ্ছে। চীন সরকার জিনজিয়াংয়ের স্বাধীনতাকামী মুসলমানদের সন্ত্রাসবাদের অভিযোগ দিয়ে তাদের বিরুদ্ধে ভয়াবহ দমনপীড়ন চালাচ্ছে।
সিনহুয়া বার্তা সংস্থা জানায়, সোমবার যাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদী গোষ্ঠীর নেতৃত্ব দেয়া, হত্যা, চুরি, বিস্ফোরক মজুদ ও পরিবহনের অভিযোগ রয়েছে।
চীন সরকারের অভিযোগ, জিনজিয়াংয়ের স্বাধীনতাকামী উইঘুর মুসলমানরা ভয়াবহ সন্ত্রাস চালাচ্ছে। এদের বিরুদ্ধে কঠোর শাস্তির হুঁশিয়ারি দিয়েছে সরকার। চীন সরকার অভিযোগ করছে, উইঘুর মুসলমানদের সাথে বিদেশের সন্ত্রাসবাদী মুসলিম সংগঠনের যোগাযোগ রয়েছে। তবে এর স্বপক্ষে তারা কোনো প্রমাণ হাজির করতে পারেনি।
Posted ১২:৪৭ | মঙ্গলবার, ১৭ জুন ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin