নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ০৯ ডিসেম্বর ২০২২ | প্রিন্ট
জরুরি বৈঠকে বসেছে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি।
শুক্রবার (৯ ডিসেম্বর) বেলা ১১ টা ২০ মিনিটে ভার্চুয়ালি এই বৈঠক শুরু হয়।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান ঢাকা মেইলকে এ তথ্য নিশ্চিত করেছেন। বৈঠকের সভাপতিত্ব করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এর আগে গতকাল দিবাগত রাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে নিজ নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়।
উদ্বুদ্ধ পরিস্থিতিতে পরবর্তী করণীয় নির্ধারণ ও আগামীকালকের ঢাকা বিভাগীয় গণসমাবেশের স্থান নির্ধারণ এই বৈঠকে বসেছে স্থায়ী কমিটির সদস্য। বৈঠক থেকে পরবর্তী করণীয় ঠিক করা হবে।
Posted ০৬:২০ | শুক্রবার, ০৯ ডিসেম্বর ২০২২
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain