নিজস্ব প্রতিবেদক | শনিবার, ০৩ ডিসেম্বর ২০২২ | প্রিন্ট
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, আগামীকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা শুধু পলোগ্রাউন্ড মাঠের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। গোটা চট্টগ্রাম শহর একটি জনসমুদ্রে রূপ নেবে।
আজ দুপুরে প্রধানমন্ত্রীর জনসভাস্থল চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
মাহবুব উল আলম হানিফ বলেন, পলোগ্রাউন্ড মাঠের জনসভাকে ঘিরে চট্টগ্রাম উত্তর-দক্ষিণ ও মহানগরের সবখানে সর্বস্তরের মানুষের মধ্যে একটা উচ্ছাস তৈরি হয়েছে। শেখ হাসিনা দীর্ঘ ১০ বছর পর চট্টগ্রামে জনসভায় বক্তব্য রাখবেন। তার দিক-নির্দেশনা জানার জন্য চট্টগ্রামবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে।
তিনি আরো বলেন, সকাল ৮টা থেকে জনসভাস্থলে প্রবেশের দরজা খোলা থাকবে। আমাদের নেতাকর্মীদেরও ৮টা থেকে মাঠে প্রবেশের জন্য সব প্রস্তুতি আছে।
আওয়ামী লীগের এ যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগ এই দেশের গণমানুষের দল। আওয়ামী লীগ নিয়ম মেনে জনসভা করছে। অথচ বিএনপি সমাবেশের নামে নাটক শুরু করেছে। সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের যেখানে সমাবেশের অনুমতি দিয়েছে সেখানে তারা সমাবেশ করবে না। তারা চায় এসব নাটক করে জনগণকে বিভ্রান্ত করতে। কিন্তু জনগণ এখন সতর্ক। বিএনপির কোনো নাটক আর মানুষকে প্রভাবিত করতে পারবে না।
Posted ১৫:৪৫ | শনিবার, ০৩ ডিসেম্বর ২০২২
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain