নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২৮ নভেম্বর ২০২২ | প্রিন্ট
বলিউডে রেবতীর অভিষেক হয়েছিল ‘লাভ’ সিনেমা দিয়ে, ১৯৯১ সালে। প্রথম ছবিতে সহশিল্পী হিসেবে পেয়েছেন সালমান খানকে। এরপর তারা একসঙ্গে কাজ করেননি। সালমান তিন দশকের বেশি সময় ধরে হিন্দি সিনেমার জগতে রাজত্ব করছেন। এদিকে, রেবতী মূলত তামিল ছবিতেই বেশি কাজ করেছেন। পাশাপাশি মালায়লম, তেলেগু, হিন্দি ও কানাড়া ভাষার ছবিতে কাজ করেছেন। এবার জানা গেছে, দীর্ঘ সময় পর একসঙ্গে দেখা যাবে সালমান ও রেবতীকে।
অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র পরিচালনা করেন রেবতী। সম্প্রতি নিজের পরিচালিত ‘সালাম ভেঙ্কি’র প্রচারণার জন্য সালমানের সঞ্চালিত রিয়েলিটি শো ‘বিগ বস্’-এর মঞ্চে এসেছিলেন রেবতী। সঙ্গে ছিলেন ছবিটির অভিনেত্রী কাজলও। সেই মঞ্চেই সালমান জানালেন, হ্যাঁ, আবারও তাকে ও রেবতীকে একসঙ্গে দেখতে পাবেন দর্শক। ছবির নাম ‘টাইগার থ্রি’। ২০২৩ সালের দীপাবলিতে মুক্তি পাবে এই ছবি।
উল্লেখ্য, ‘টাইগার থ্রি’ ছবিতে নায়িকার ভূমিকায় আছেন ক্যাটরিনা কাইফ। ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন রেবতী। ছবিটি পরিচালনা করছেন মনীষ শর্মা।
Posted ০৬:০৬ | সোমবার, ২৮ নভেম্বর ২০২২
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain