নিজস্ব প্রতিবেদক | রবিবার, ২০ নভেম্বর ২০২২ | প্রিন্ট
চট্টগ্রাম : বাংলাদেশ আওয়ামী যুবলীগের চট্টগ্রাম দক্ষিণ শাখা নবগঠিত কমিটির সভাপতি দিদারুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম জহুরকে সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার দুপুর দুইটার সময় পুরাতন রেল স্টেশন চত্ত্বরে দক্ষিণ জেলা আওতাধীন উপজেলা যুবলীগের উদ্যোগে তাঁদের এ সংবর্ধনা দেয়া হয়। এ সময় বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের নেতৃবৃন্দরা কখনও কাউকে নিরাশ করেনি। ধৈর্য্য ধরতে হয়, কোনো এক সময়ে এসে ঠিকই দলের দুঃসময়ের ত্যাগীরাই কোন না কোন গুরুত্বপূর্ণ পদে আসে। দীর্ঘ ১২ বছর পর কমিটি গঠন হয়েছে, দলের দুঃসময়ে যারা মাঠে ময়দানে ছিলেন তারাই পদ পেয়েছেন। আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নবগঠিত দিদার- জহুরের নেতৃত্বাধীন যুবলীগ ভূমিকা রাখবে বলে আশা করছি।
দক্ষিণ জেলা যুবলীগের সদ্য বিদায়ী সভাপতি আ.ম.ম টিপু সুলতান চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা যুবলীগ সভাপতি সোলায়মান তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন পটিয়া উপজেলা চেয়ারম্যান মোতাহারুল ইসলাম চৌধুরী, কর্ণফুলী উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক চৌধুরী, জেলা আওয়ামীলীগ নেতা আবদুল কাদের সুজন, মহানগর যুবলীগ সাবেক আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু, যুগ্ন আহ্বায়ক মাহবুবুল হক সুমন, জেলা যুবলীগ সাবেক সাধারণ সম্পাদক পার্থ সারথি চৌধুরী, কর্ণফুলী উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক হায়দার আলী রনি, চসিক কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, দক্ষিণ জেলা শ্রমিক লীগ সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইসলাম আহমদ, কেন্দ্রীয় যুবলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মীর মহিউদ্দিন, উপ-ক্রীড়া বিষয়ক সম্পাদক আবদুর রহমান, কেন্দ্রীয় মোনায়েম খান, মামুনুর রশিদ, নবগঠিত কমিটির সহ সভাপতিবৃন্দ, সম্পাদক মন্ডলীর সদস্যবৃন্দ, দক্ষিণ জেলা আওতাধীন উপজেলা যুবলীগের সভাপতি-সাধারণ সম্পাদক, আহ্বায়ক ও যুগ্ন আহ্বায়কবৃন্দ এবং দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি বোরহান উদ্দিন ও সাধারণ সম্পাদক আবু তাহের প্রমুখ।
বাংলাদেশ আওয়ামী যুবলীগের চট্টগ্রাম দক্ষিণ শাখা নবগঠিত কমিটির সভাপতি দিদারুল ইসলাম চৌধুরী বলেন, বিএনপি-জামায়াত আবার দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তাদের অগ্নি সন্ত্রাসসহ যেকোন ষড়যন্ত্র মোকাবেলায় রাজপথে থাকবে যুবলীগ।
গত ১৬ নভেম্বর যুবলীগের দপ্তর সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মাসুদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে কর্ণফুলী উপজেলার দিদারুল ইসলাম চৌধুরীকে সভাপতি ও বোয়ালখালীর জহুরুল ইসলাম জহুরকে সাধারণ সম্পাদক করে আগামী তিন বছরের জন্য চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির ৩৫ জনের নাম ঘোষণা করা হয়। আগামী ৬০ কর্মদিবসের মধ্যে খালিপদ পূরণ করে কেন্দ্র বরাবর জমা দেওয়ার নির্দেশ দেওয়া হলো। উল্লেখ্য, গত ২৮ মে চট্টগ্রাম দক্ষিণ যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়।
Posted ১৮:৪৯ | রবিবার, ২০ নভেম্বর ২০২২
Swadhindesh -স্বাধীনদেশ | admin