শুক্রবার ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

ফরিদপুরের মাটিতে বিএনপির সমাবেশ মহাসমাবেশে রূপ নেবে: জাহিদ

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১১ নভেম্বর ২০২২ | প্রিন্ট

ফরিদপুরের মাটিতে বিএনপির সমাবেশ মহাসমাবেশে রূপ নেবে: জাহিদ

ফরিদপুরের মাটিতে বিএনপির বিভাগীয় সমাবেশ মহাসমাবেশে রূপান্তরিত হবে বলে আশা প্রকাশ করেছেন দলটির ভাইস চেয়ারম্যান ড. এ জেড এম জাহিদ হোসেন।

শুক্রবার (১১ নভেম্বর) বিকেলে ফরিদপুর বিভাগীয় সমাবেশ স্থল কোমরপুরের আব্দুল আজিজ ইনস্টিটিউশন মাঠে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, শহীদ জিয়ার সৈনিকেরা, খালেদা জিয়ার ও তারেক জিয়ার সৈনিকেরা জানে এই প্রতিকূলতা কীভাবে মোকাবিলা করতে হবে। এসব মোকাবিলা করে খুলনায়-বরিশালে যেমন গণসমাবেশকে মহাসমাবেশে রূপান্তরিত করা হয়েছে, আওয়ামী লীগের এই প্রতিবন্ধকতা-অপচেষ্টাকে আমরা বিন্দুমাত্র গুরুত্ব দিচ্ছি না।

এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘আমরা মনে করি শহীদ জিয়ার সৈনিকেরা, বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে এই অপচেষ্টাকে রুখে দেবে।’

সমাবেশের প্রস্তুতি বিষয়ে তিনি বলেন, গত চার সপ্তাহ ধরে ফরিদপুর বিভাগের বিভিন্ন ওয়ার্ড, থানা, উপজেলা, পৌরসভা এবং প্রতিটি জেলায় আমাদের নেতাকর্মীরা গণসংযোগ করেছে, জনগণকে সম্পৃক্ত করেছে, জনগণকে জাগিয়ে তুলেছে।

ডা. জাহিদ বলেন, এই নিশিরাতের সরকার ক্ষমতায় গিয়ে জনগণের অধিকারকে ছিনিয়ে নিয়েছে। জনগণ আজ ভোট দিতে পারে না, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অর্থনীতি আজ বিপর্যস্ত। এসব ছাড়াও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন নিশ্চিত এবং হত্যা-গুমের প্রতিবাদে আমাদের এই কর্মসূচি।

বিএনপির শীর্ষ এই নেতা বলেন, বাংলাদেশের মানবাধিকার নিশ্চিত, বিচার বিভাগের স্বাধীনতা এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন আদায়ের দাবিতে জনগণ ঐক্যবদ্ধ। আগামীকাল গণসমাবেশে ফরিদপুরের মানুষ তাদের উপস্থিতির মধ্যদিয়ে বিএনপির এবং জনগণের যে দাবি তার প্রতি একাত্মতা প্রকাশ করবে।

উল্লেখ্য, জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, দলীয় কর্মসূচিতে গুলি করে নেতাকর্মীদের হত্যার প্রতিবাদ এবং নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে বিভাগীয় (দলের সাংগঠনিক বিভাগ) পর্যায়ে সমাবেশ করছে বিএনপি। এরই অংশ হিসেবে ইতোমধ্যেই চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, রংপুর ও বরিশাল বিভাগীয় সমাবেশ সম্পন্ন করেছে দলটি।

গত ২২ জুলাই থেকে শুরু হওয়া বিএনপির ইস্যুভিত্তিক এই আন্দোলন বিভাগীয় পর্যায়ের গণসমাবেশের কর্মসূচিতে রূপ নিয়েছে। এরই ধারাবাহিকতায় আগামীকাল ১২ নভেম্বর ফরিদপুরে, ১৯ নভেম্বর সিলেটে, ২৬ নভেম্বর কুমিল্লায় এবং ৩ ডিসেম্বর রাজশাহীতে গণসমাবেশ করবে দলটি। সবশেষ ১০ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশের মধ্যদিয়ে দলটির বৃহত্তর এই কর্মসূচী শেষ হবে।

Facebook Comments Box
advertisement

Posted ১৫:২০ | শুক্রবার, ১১ নভেম্বর ২০২২

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(880 বার পঠিত)
advertisement
advertisement
advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com