| শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২ | প্রিন্ট
আগামী দু-একমাসের মধ্যে দেশে সয়াবিন তেলের দাম কমতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেছেন, ডলারের উচ্চমূল্যের কারণে দেশে কমছে না নিত্যপণ্যের দাম। ডলার দাম সেটেল হলে পণ্যমূল্য কমবে বলে আশা করা হচ্ছে।
আজ(১০ সেপ্টেম্বর) সকালে রংপুরের সেন্ট্রাল রোডস্থ নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘গ্লোবাল মার্কেটের ইমপোর্টেট প্রাইজ কমেছে। ফলে তেলের দাম কমেছে। পাশাপাশি সমস্যা হচ্ছে ডলারের দাম বেড়েছে। এজন্য আমরা এই কমে যাওয়ার সুবিধাটা পাইনি। আশা করছি অতি দ্রুত ডলারের দামটা সেটেল হবে। ডলারের দাম সেটেল হলেই সয়াবিন তেলের দাম নিয়ে আবারও বসা হবে। ট্যারিফ কমিশনের মাধ্যমে আরও এক ধাপ সয়াবিন তেলের দাম কমবে। সেই সঙ্গে আগামী এক থেকে দুই মাসের মধ্যেই অন্যান্য পণ্যের দামও কমে আসবে বলে আশা করছি।
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে টিপু মুনশি বলেন, বাংলাদেশের ভেতর দিয়ে উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন স্টেটগুলো ট্রানজিট ব্যবহার করতে এবং ভারতের ট্রানজিট ব্যবহার করে ব্যবসা-বাণিজ্য সহজ করার বিষয় আলোচনা হয়েছে। সব আলোচনাই প্রাথমিকভাবে হয়েছে, যা পরবর্তিতে উচ্চ পর্যায়ে পর্যালোচনা করা হবে।
বাণিজ্যমন্ত্রী আরও বলেন, দুই দেশের প্রধানমন্ত্রী বিভিন্ন বিষয়ে উৎসাহ দেখিয়েছেন এবং পজিটিভলি আলোচনা হয়েছে। সেই সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী তাদের এগিয়ে যাওয়ার পথে বাংলাদেশকেও পাশে চায়।
এ সময় রংপুরের স্থানীয় পর্যায়ের আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Posted ০৯:২৪ | শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain