| বুধবার, ০৪ জুন ২০১৪ | প্রিন্ট
৪ জুন: বিগত নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের ভূমিকার সমালোচনা করে প্রবীণ আইনজীবী ড. কামাল হোসেন বলেছেন, নির্বাচন কমিশনের উচিত ছিল, সুপ্রিম কোর্টের মতামত চাওয়া। কমিশনের সামনে এখনও সে সুযোগ রয়েছে।
৫ জানুয়ারি নির্বাচনকে ত্রুটিযুক্ত হিসেবে উল্লেখ এ সংবিধান প্রণেতা বলেন, আরেকটি নির্বাচন চাই। না হয় জনগণ এবং ইতিহাস আমাদের ক্ষমা করবে না। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের নিয়ে করা এক রিটের শুনানিতে অ্যামিকাস কিউরি (আদালতকে পরামর্শদানকারী) হিসেবে আজ তিনি এ কথা বলেন।
ড. কামাল হোসেন ছাড়াও আদালতে বক্তব্য দেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদারও। বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম খানের হাইকোর্ট বেঞ্চ এ রিটের শুনানি বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করেন।
Posted ১৩:১৭ | বুধবার, ০৪ জুন ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin