| বুধবার, ০৪ জুন ২০১৪ | প্রিন্ট
ঢাকা, ৪ জুন : বিচার বিভাগ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আইনমন্ত্রী এডভোকেট আনিসুল হকের বক্তব্য সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের নজরে এনেছেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন।
বুধবার সকাল সাড়ে ৯টার দিকে প্রধান বিচারপতি মোঃ মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন বেঞ্চে যান। সেখানে তিনি ইংরেজি দৈনিক ডেইলি স্টারে প্রকাশিত প্রধানমন্ত্রী ও আইনমন্ত্রীর বক্তব্যের ব্যাপারে আদালতের দৃষ্টি আকর্ষণ করেন।
প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ বিষয়টি নিয়ে যথাযথ আদালতে যাওয়ার পরামর্শ দেন। এরপর সকাল সোয়া ১০টার দিকে খন্দকার মাহবুব এ ব্যাপারে মির্জা হোসেইন হায়দারের নেতৃত্বাধীন বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করেন।
খন্দকার মাহবুব বলেন, প্রধানমন্ত্রী ও আইনমন্ত্রী বিচার বিভাগ নিয়ে কটাক্ষ করেছেন। আইনমন্ত্রীর এ ধরনের বক্তব্য বিচারবিভাগকে থ্রেট করেছে। আমরা চাই আপনারা যথাযথ ব্যবস্থা নেন।
এ সময় বিচারপতি মির্জা হোসেইন হায়দার বলেন, আমাদের বিচারিক এখতিয়ারে সীমাবদ্ধতা রয়েছে। কেউ আমাদের আদেশ অমান্য করলে আমরা ব্যবস্থা নিতে পারি। তবে আদালত এ বিষয়ে কোনো আদেশ দেননি।
Posted ১০:৫৪ | বুধবার, ০৪ জুন ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin