| শনিবার, ১৩ আগস্ট ২০২২ | প্রিন্ট
প্রখ্যাত চলচ্চিত্রকার তারেক মাসুদের মৃত্যুবার্ষিকী আজ শনিবার। এ উপলক্ষে ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার নুরপুর মহল্লায় তার গ্রামের বাড়িতে নানা অনুষ্ঠানের আয়োজন করেছে তারেক মাসুদ ফাউন্ডেশন।
কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ৯টায় তারেক মাসুদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা। সকাল ১০টায় তারেক মাসুদের বাড়ির আঙিনায় স্মরণ সভা অনুষ্ঠিত। অনুষ্ঠানে ঢাকার শর্ট ফিল্ম ফোরাম, ফরিদপুরের তারেক মাসুম শর্ট ফিল্ম সোসাইটিসহ ভাঙ্গার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহণ করবে।
উল্লেখ্য, ২০১১ সালের ১৩ আগস্ট মানিকগঞ্জের জোকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্রকার তারেক মাসুদ, চিত্রগ্রাহক ও সাংবাদিক মিশুক মুনীরসহ আরও তিনজন চলচ্চিত্রকর্মী নিহত হন।
[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]
Posted ০৬:০৫ | শনিবার, ১৩ আগস্ট ২০২২
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain