| মঙ্গলবার, ০৩ জুন ২০১৪ | প্রিন্ট
ডেইলি স্টার কর্তৃপক্ষ ভুল সংবাদ পরিবেশনের জন্য ক্ষমা চাওয়ায় আদালত নিয়ে অবমাননাকর বক্তব্য দেওয়ার অভিযোগ থেকে সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ড. এটিএম শামসুল হুদাকে অব্যাহতি দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার হাইকোর্টের তলবে আদালতে আসেন ড. এটিএম শামসুল হুদা। বেলা সাড়ে এগারটায় শুনানিতে ডেইলি স্টারের আইনজীবী তানজিবুল আলম ভুল সংবাদ পরিবেশনের জন্য আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করেন। তিনি জানান, ডেইলি স্টারে গত ১৮ মে সাবেক এই সিইসির বক্তব্য নিয়ে একটি সংবাদ প্রকাশিত হয়। ২৯ মে ভুল সংবাদটির জন্য ক্ষমা প্রার্থনা করে সেটি প্রত্যাহারও করা হয়।
শুনানি শেষে আদালত নিয়ে অবমাননাকর বক্তব্য দেওয়ার অভিযোগ থেকে ড. এটিএম শামসুল হুদাকে অব্যাহতি দিয়ে এ সংক্রান্ত রুল খারিজ করে দেন বিচারপতি কাজী রেজা-উল হক ও এবিএম আলতাফ হোসেনের হাইকোর্ট বেঞ্চ।
ড. এটিএম শামসুল হুদার আইনজীবী হিসেবে আদালতে ছিলেন ড. কামাল হোসেন।
গত ১৮ মে ড. এটিএম শামসুল হুদাকে তলব করেন হাইকোর্টের একই বেঞ্চ। মঙ্গলবার ৩ জুন হাইকোর্টে হাজির হয়ে তাকে তার বক্তব্যের ব্যাখ্যা দিতে আদেশ দেন আদালত।
Posted ১১:৪০ | মঙ্গলবার, ০৩ জুন ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin