| মঙ্গলবার, ০২ আগস্ট ২০২২ | প্রিন্ট
শোকাবহ আগস্টে দেশব্যাপী নিম্ন আয়ের এক কোটি পরিবারের মধ্যে স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি কার্যক্রম শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি মঙ্গলবার সকালে রাজধানীর মোহাম্মদপুর বাবর রোডে ভর্তুকি মূল্যে এ পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন। প্রায় তিন হাজার ডিলারের মাধ্যমে এক কোটি পরিবারকে নিত্যপ্রয়োজনীয় এ পণ্য দেওয়া হবে জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, কারা দুস্থ, কারা দরিদ্রসীমার নিচে রয়েছে সেটাকে মেনটেইন করে টিসিবি কার্ড দেওয়া হয়েছে, তারাই এ পণ্য পাবেন।
টিসিবির কার্ড দিতে ১০০ থেকে ২শ’ টাকা করে নেওয়ার অভিযোগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, টাকা-পয়সা নেওয়ার প্রশ্নই আসে না। আমাদের কাছে সে রকম কোনো খবর নেই। তারপরও বিষয়টি খতিয়ে দেখার কথা জানান তিনি।
ঢাকার উত্তর সিটিতে অ্যাপসের মাধ্যমে টিসিবির কার্ডের ব্যবস্থা থাকলেও দক্ষিণ সিটিতে নেই— এ বিষয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, আমরা চাই সব জায়গাতেই একটা ন্যায়সঙ্গত (ফেয়ার) অবস্থা থাকুক। তারপরও কোথাও উদ্যোগের অভাব থাকলে আমরা শিগগিরই সমাধান করব। দুই সিটির ৬৪টি ওয়ার্ডে কার্ডের মাধ্যমে পণ্য বিক্রি শুরু হয়েছে, পর্যায়ক্রমে সব ওয়ার্ড কাভার করা হবে বলেও জানান তিনি।
বর্তমান প্রেক্ষাপটে যে পরিমাণ পণ্য দেওয়া হচ্ছে, আবার এক কার্ডে মাসে একবার পণ্য পাবেন- এটি একটি পরিবারের জন্য যথেষ্ট কিনা জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী বলেন, দুই কেজি ডাল, দুই লিটার তেল ও এক কেজি চিনি দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী বলেছেন, বর্তমান সার্বিক বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় সবাইকে সাশ্রয়ী হতে। এক কোটি পরিবারকে আমরা দিচ্ছি, এটা একটা বিশাল ব্যাপার। আপাতত এ সাশ্রয়ী অবস্থাটা আমাদের ধরে রাখতে হবে।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন- বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ, টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ হাসান নূর ইসলাম রাস্টন।
Posted ০৬:৪৩ | মঙ্গলবার, ০২ আগস্ট ২০২২
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain