| রবিবার, ২৪ জুলাই ২০২২ | প্রিন্ট
স্বাধীনদেশ অনলাইন : মার্কিন হাউস অফ রিপ্রেজেন্টেটিভের স্পিকার ন্যান্সি পেলোসির সম্ভাব্য তাইওয়ান সফর সম্পর্কে বাইডেন প্রশাসনকে ব্যক্তিগত ভাবে কড়া সতর্কতা জারি করেছে চীন। শনিবার (২৩ জুলাই) দ্যা ফিনান্সিয়াল টাইমসের বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
ফিনান্সিয়াল টাইমসের ওই প্রতিবেদনে চীনা সতর্কবার্তার সাথে পরিচিত ছয়জনের উদ্ধৃতি দিয়ে বলা হয় যে, অতীতে বেইজিং যে হুমকি দিয়েছে এবারেরটি সেগুলোর চেয়ে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী ছিল। এদিকে হোয়াইট হাউস ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল এবং ষ্টেট ডিপার্ট্মেন্ট ওই রিপোর্ট নিয়ে কোনরকম মন্তব্য করতে রাজি হয়নি। মূলত, চীন তাইওয়ানের আশেপাশে সামরিক তৎপরতা জোরদার করছে এবং সেখানে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে চীনা সার্বভৌমত্ব মেনে নিতে চাপ দিতে চাইছে।
যদিও তাইওয়ানের সরকার জানিয়ে দিয়েছে যে দ্বীপ রাষ্ট্রটির দুই কোটি ৩০ লাখ মানুষই কেবল তাদের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবে। তারা শান্তি চায়, তবে হামলা চালানো হলে তারা নিজেদেরকে রক্ষা করবে। গত ১৮ জুলাই ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, পেলোসি আসছে আগস্টে তাইওয়ান সফরের পরিকল্পনা করছেন।
Posted ১৩:০২ | রবিবার, ২৪ জুলাই ২০২২
Swadhindesh -স্বাধীনদেশ | Fokhrul Islam