| রবিবার, ০১ জুন ২০১৪ | প্রিন্ট
বিশেষ প্রতিনিধি : প্রেসিডেন্টের ক্ষমার করার ক্ষমতা সংক্রান্ত সংবিধানের ৪৯ অনুচ্ছেদকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে। একই সঙ্গে সংবিধানে প্রেসিডেন্টের ক্ষমার বিধানকে কেন বৈষম্যমূলক এবং মানবাধিকার লঙ্ঘণ বলে ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারিরও আবেদন করা হয়েছে। আজ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় হিউম্যান রাইটস ওয়াচ অ্যান্ড পিস ফর বাংলাদেশ-এর পক্ষে রিটটি দায়ের করেন এডভোকেট মনজিল মোরসেদ।
রিটে মন্ত্রিপরিষদ সচিব, প্রেসিডেন্টের কার্যালয়ের জ্যেষ্ঠ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব, আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ অ্যান্ড ড্রাফটিং বিভাগের সচিব এবং জাতীয় সংসদ সচিবালয়ের সচিবকে বিবাদী করা হয়েছে। রিট দায়ের শেষে আইনজীবী মনজিল মোরসেদ বলেন, ‘সংবিধানে ৪৯ অনুচ্ছেদ অনুযায়ী সাজাপ্রাপ্ত আসামিকে প্রেসিডেন্টের সাধারণ ক্ষমার বিধান রয়েছে। তবে সাংবিধানিকভাবে প্রেসিডেন্টের এ অধিকার বিচার বিভাগের ওপর হস্তক্ষেপের শামিল। এছাড়াও এ বিধানটি মৌলিক অধিকারের পরিপন্থি।’
Posted ১১:০৭ | রবিবার, ০১ জুন ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin