| বুধবার, ২০ জুলাই ২০২২ | প্রিন্ট
স্বাধীনদেশ অনলাইন : রাশিয়ার ৭টি ব্যাংকের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করেছে ইউরোপ মহাদেশভুক্ত দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। খাদ্যপণ্য ও সারের বাড়তে থাকা দামে লাগাম টানতে তারা এ সিদ্ধান্ত নিলো। এই ৭ ব্যাংক হলো ভিটিবি, সোভকোম ব্যাংক, নোভিকোম ব্যাংক, অটক্রিটি ব্যাংক, প্রমসভায়াস ব্যাংক এবং ব্যাংক রোশিয়া।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, সোমবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে বৈঠকে বসেছিলেন ইইউয়ের সদস্য রাষ্ট্রগুলোর দূতরা। সেই বৈঠকে রাশিয়ার ৭টি ব্যাংকের ফ্রিজ করা অর্থ ছাড় দেওয়ার ব্যাপারে ঐকমত্যে পৌঁছেছেন তারা। তবে রাশিয়ার বৃহত্তম ব্যাংক সেবার ব্যাংকের সম্পদ ছাড়ের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি বলে রয়টার্সকে জানিয়েছেন এক ইইউ কর্মকর্তা।
গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে রুশ বাহিনীর বিশেষ সামরিক অভিযান শুরুর পর রাশিয়ার বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ হিসেবে ইউরোপের দেশগুলোতে এই ৭ ব্যাংকের কার্যক্রম বন্ধও ও সম্পদ ফ্রিজ করে ইইউ। রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দেওয়ার কারণে বিশ্বজুড়ে পণ্যের স্বাভাবিক সরবরাহ ব্যাহত হচ্ছে। যে কারণে সম্প্রতি আফ্রিকার নেতারা এই সংকটের জন্য ইউরোপের ব্যাপক সমালোচনা করেছেন।
Posted ১১:০৮ | বুধবার, ২০ জুলাই ২০২২
Swadhindesh -স্বাধীনদেশ | Fokhrul Islam