| রবিবার, ১৯ জুন ২০২২ | প্রিন্ট
স্বাধীনদেশ অনলাইন : রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৪১ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের আটক করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার (১৮ জুন) সকাল ৬টা থেকে আজ রবিবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটকসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। ডিএমপি নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
আটকের সময় তাদের হেফাজত থেকে ৩৭৫৩ পিস ইয়াবা ট্যাবলেট, ১২ কেজি ৯৫০ গ্রাম গাঁজা, ২৯ গ্রাম ১০০০ পুরিয়া হেরোইন ও ২৫ গ্রাম আইস উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩০টি মামলা রুজু হয়েছে।
Posted ০৭:৩২ | রবিবার, ১৯ জুন ২০২২
Swadhindesh -স্বাধীনদেশ | Fokhrul Islam