| শনিবার, ১৮ জুন ২০২২ | প্রিন্ট
স্বাধীনদেশ অনলাইন : চট্টগ্রামে আকবর শাহ থানা এলাকায় ও বিজয় নগর লেকসিটি এলাকায় পাহাড় ধসে চার জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ১১ জন। শনিবার (১৮ জুন) ভোরে এ ঘটনা ঘটে। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস ও পুলিশ জানায়, অব্যাহত বর্ষণের ফলে নগরীর আকবর শাহ থানার ফয়স লেকের লেক সিটি বিজয় নগর এলাকায় রাত ৩টার দিকে পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে ইমন ও লিটন নামে দুই জনের মৃত্যু হয়েছে।
অপরদিকে, আকবর শাহ থানার বরিশাল ঘোনা এলাকায় পাহাড় ধসের ঘটনায় পাঁচ জন চাপা পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ৫ জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাহিনুর আক্তার ও মাঈনুল নামে দুই জনকে মৃত ঘোষণা করেন। বাকীদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকরা।
Posted ০৯:৫৬ | শনিবার, ১৮ জুন ২০২২
Swadhindesh -স্বাধীনদেশ | Fokhrul Islam