| বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২ | প্রিন্ট
স্বাধীনদেশ ডেস্ক : পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে সিলেট আবারো ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছেন সিলেট সদর, কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলার কয়েক লাখ মানুষ। এদিকে সিলেট নগরের বিভিন্ন সরকারি দপ্তরেও বন্যার পানি ঢুকে পড়েছে। এছাড়া নগরীর সঙ্গে সীমান্তবর্তী এলাকাগুলোর সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। সিলেট-সুনামগঞ্জ সড়কের বিভিন্ন অংশ পানিতে তলিয়ে গেছে।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৯টায় সিলেটে সুরমা নদীর পানি বিপদসীমার ১৩ দশমিক ৭৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিলো। কানাইঘাটে সুরমা বিপদসীমা ১০.৮০ সে:মি উপরে ছিল। ফেঞ্চুগঞ্জে কুশিয়ারার পানি সকাল ৯টার দিকে বিপদসীমার ৯.৭৫ সে: মি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সারি নদীও বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই পয়েন্টগুলোতে বুধবার থেকে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।
সিলেট নগরীর কালিঘাট, মহাজন পট্টি, শাহজালাল উপশহর, তালতলা, মাছিমপুরসহ সুরমা নদী তীরবর্তী এলাকাগুলোতে ঘর বাড়িতে পানি ঢুকেছে। তালতলার ফায়াস স্টেশনে পানি প্রবেশ করায় অন্যত্র অবস্থান নিয়েছেন ফায়ার কর্মীরা। এছাড়া বাংলাদেশ ব্যাংকের নিচ তলায়ও পানি ঢুকার উপক্রম হয়েছে বলে জানা গেছে।
সরেজমিনে দেখা গেছে, সিলেট সদর উপজেলার খাদিমনগর, টুকেরবাজার, জালালাবাদ, মোগলগাঁও, কান্দিগাঁও, হাটখোলা ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে বন্যার পানিতে। এসব এলাকার হাট-বাজার, মসজিদ, স্কুল-মাদরাসা ও ভিটেবাড়ি, রাস্তাঘাট, ক্ষেত ও বীজতলা পানিতে তলিয়ে গেছে। কোম্পানীগঞ্জের উপজেলা প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) শাহ আলম জানান, বুধবার বিকেলে বঙ্গবন্ধু মহাসড়কের বর্ণি অংশ দিয়ে বন্যার পানি প্রবাহিত হয়। গত মাসে হয়ে যাওয়া বন্যার ক্ষত না শুকাতেই আবারো বন্যা দেখা দেওয়ায় দুর্ভোগে পড়েছেন সাধরণ মানুষজন।
কোম্পানিগঞ্জে পানিবন্দি হয়ে পড়েছেন ৯০ ভাগ মানুষ। ঘরের ভেতরে পানি উঠে যাওয়ায় মানবেতর জীবনযাপন করছেন অনেকেই। পানির কারণে স্কুল কলেজ ও মাদ্রাসায় শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। দুর্গত এলাকায় বিশুদ্ধ পানি ও স্যানিটেশন ব্যবস্থা ভেঙে পড়েছে। এছাড়া বন্যায় তলিয়ে গেছে উপজেলা সদরের সব সড়ক। উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসাসহ সরকারি সব বাসভবনের নিচতলায় পানি প্রবেশ করেছে। উপজেলা ভূমি অফিস, থানা কম্পাউন্ড, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, এলজিইডি অফিস, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিসসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর জলমগ্ন হয়ে পড়েছে।
Posted ১১:৫৬ | বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২
Swadhindesh -স্বাধীনদেশ | Fokhrul Islam