| বৃহস্পতিবার, ০৯ জুন ২০২২ | প্রিন্ট
স্বাধীনদেশ অনলাইন : বর্তমান সরকারের দেওয়া আজকের এই বাজেটের গুরুত্ব বিএনপির কাছে নেই বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাজেট প্রসঙ্গে ফখরুল বলেন, ‘৬ লাখ কোটি টাকার নাকি বাজেট দিয়েছে। আওয়ামী লীগের লক্ষ্য সেখান থেকে কত কোটি টাকা লুট করবে তার একটা হিসাব বের করা। সুতরাং এই বাজেটের বিষয়ে আমার কাছে ন্যূনতম গুরুত্বও নেই।’ বৃহস্পতিবার (৯ জুন) বিকেলে কাফরুল থানার বিএনপির ৪টি ওয়ার্ড কাউন্সিলে দেওয়া বক্তব্যে বাজেট বিষয়ে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘‘আমি এর আগে বাজেট নিয়ে প্রতিক্রিয়া দিয়েছি, মন্তব্য করেছি। কিন্তু এবার আর বাজেট নিয়ে কোনো প্রতিক্রিয়া দিতে চাই না। সত্যি বলতে কী, কোন বাজেটের প্রতিক্রিয়া দেব? কার বাজেট? কারা এই বাজেট করছে! যারা জনগণের প্রতিনিধি নয়, তাদের তো বাজেট দেওয়ার অধিকার নেই। ‘তারা নিজেদের খেয়াল খুশি মতো এরকম বাজেট তৈরি করছে শুধু নিজেদের জন্য। এসব বাজেট মানেই-কী করে ভবিষ্যতে বড় বড় প্রজেক্ট করবে, আর হাজার কোটি টাকা লুট করবে।”
Posted ১৬:০৮ | বৃহস্পতিবার, ০৯ জুন ২০২২
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain