বিনোদন : সজল আহমেদের রচনা ও বি ইউ শুভর পরিচালনায় নির্মিত হলো নাটক ‘একটি অনাকাঙ্ক্ষিত প্রেমের গল্প।’ এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মেহ্জাবীন চৌধুরী, আফরান নিশো ও জনি।
নাটকের কাহিনীতে দেখা যাবে, দুই বন্ধু সাদিক ও রাতুলের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে আন্নার। একসময় বিষয়টি জানাজানি হলে তৈরি হয় সঙ্কট। তখন কি করবেন আন্না? সে শেষ পর্যন্ত কার সঙ্গে সম্পর্ক রাখবে? নাটকে আন্না চরিত্রে অভিনয় করেছেন মেহ্জাবীন চৌধুরী। আর সাদিক ও রাতুলের চরিত্রে দেখা যাবে যথাক্রমে আফরান নিশো ও জনিকে।
‘একটি অনাকাঙ্ক্ষিত প্রেমের গল্প’ নাটকে অভিনয় প্রসঙ্গে মেহজাবীন চৌধুরী বলেন, ‘এ ধরণের গল্পে আগে অভিনয় করিনি। রাতুল কিংবা সাদিকের সঙ্গে প্রেমের সম্পর্ক চালিয়ে নিয়ে অভিনয় করাটা বেশ কঠিন ছিল। তবে আমি আমার সাধ্যমতো মনোযাগী হয়ে অভিনয়ের চেষ্টা করেছি, বাকিটা দর্শক বলবে। আমি শুধু বলবো, অভিনয় দিয়ে অনেক দূরে যেতে চাই আমি। নিজেকে একজন সফল অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই।’
পরিচালক বি ইউ শুভ জানান, ঈদ উপলক্ষে নির্মিত নাটকটি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচার করা হবে।