| বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২ | প্রিন্ট
মোরেলগঞ্জ(বাগেরহাট)প্রতিনিধি:
সারাদেশের ন্যায় বাগেরহাটের মোরেলগঞ্জেও যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বৃহস্পতিবার দিনভর জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২২ পালিত হয়েছে।
দিবসের উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে ছিলো সকাল ৯টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিন¤্র শ্রদ্ধাজ্ঞাপন ও পুষ্পমাল্য অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন ও শতকন্ঠে জাতীয় সংগীত পরিবেশন, শিশু সমাবেশ ও আনন্দ র্যালি, কেক কাটা ও মিষ্টান্ন বিতরণ,বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবন ও রাজনৈতিক সংগ্রামের ওপর আলোচনা সভা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠান । উপজেলা প্রশাসন আয়োজিত সরকারি এসব কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহন করেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য আওয়ামী লীগ কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট মো. আমিরুল আলম মিলন।
অপরদিকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বেলা ১২টার দিকে মোরেলগঞ্জ উপজেলা পরিষদ চত্ত্বরে ৫দিন ব্যাপি সুবর্ণ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অ্যাডভোকেট মো. আমিরুল আলম মিলন এমপি।
কর্মসূচিতে অন্যানের মধ্যে অংশগ্রহণ করেন উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ-ই আলম বাচ্চু, উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আলী হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানমসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারী, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।
Posted ১০:১৬ | বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২
Swadhindesh -স্বাধীনদেশ | Rafiq Masum