| বৃহস্পতিবার, ০৩ মার্চ ২০২২ | প্রিন্ট
এক মাসের মাথায় ফের বাড়ল এলপি গ্যাসের দাম। ভোক্তা পর্যায়ে ১২ কেজির সিলিন্ডারের দাম ১৫১ টাকা বাড়ানো হয়েছে। ফলে মূল্য সংযোজন করসহ প্রতিকেজি ১১৫ টাকা ৮৮ পয়সা হিসেবে ১২ কেজির সিলিন্ডার এখন ১৩৯১ টাকা। গ্যাসের নতুন দর আজ সন্ধ্যা থেকেই কার্যকর হবে।
বৃহস্পতিবার এক অনলাইন ব্রিফিংয়ে গ্যাসের নতুন এই দর ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
সংস্থাটির দাবি, আন্তর্জাতিক বাজারে গ্যাসের দাম বাড়ার প্রেক্ষিতে সমন্বয় করতে দেশের বাজারেও বাড়ানো হয়েছে দাম।
বিইআরসি জানায়, আমদানিনির্ভর এই জ্বালানির ক্ষেত্রে সৌদি আরবের রাষ্ট্রীয় কোম্পানি আরামকো ঘোষিত দরকে ভিত্তিমূল্য হিসেবে ধরা হয়েছে। মার্চ মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম গত মাসের চেয়ে ১৫১ টাকা বেশি ধরা হয়েছে। মূল্য সংযোজন করসহ প্রতিকেজি ১১৫ টাকা ৮৮ পয়সা হিসেবে এখন থেকে বিক্রি হবে।
এর আগে ৩ ফেব্রুয়ারি এলপি গ্যাস ১২ কেজি প্রতিটি সিলিন্ডারের দাম ৬২ টাকা বাড়ায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এতে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম হয় এক হাজার ২৪০।
Posted ০৮:২৪ | বৃহস্পতিবার, ০৩ মার্চ ২০২২
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain