| রবিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২২ | প্রিন্ট
শরণখোলা থানার অফিসার ইন চার্জ জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তাদের আটক করে তল্লাশি করা হয়। এসময় তাদের কাছ থেকে সাত পিচ ইয়াবা, ২০ গ্রাম গাজাসহ ইয়ামাহা আর এক্স (রেজিঃ নং-চট্ট মেট্টো-হ-০২-৮৪২১) ও রেজিষ্ট্রেশনের জন্য আবেদন করা পালসার মোটর সাইকেল উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে জেলহাজতে প্রেরন করা হবে। এর আগে তারেক হাওলাদার হরিণের মাংস পাচারের সময় পুলিশের হাতে গ্রেফতার হয়েছিল। সে মামলায় আদালতের গ্রেফতারী পরোয়ানা রয়েছে বলে ওসি জানান। এছাড়া তারেক হাওলাদার খাদ্য অধিদপ্তরের ফেয়ার প্রাইস ডিলার নিয়ে ২০ বস্তা চাল আত্মসাৎ করার সময় উপজেলা নির্বাহী অফিসার তা জব্দ করেন। এব্যাপরে উপজেলা খাদ্য কর্মকর্তার দায়েরকৃত মামলা চলমান রয়েছে বলে জানাগেছে।
Posted ১১:১৫ | রবিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২২
Swadhindesh -স্বাধীনদেশ | Rafiq Masum