| সোমবার, ১০ জানুয়ারি ২০২২ | প্রিন্ট
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:
বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বাগেরহাটের মোরেলগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে সোমবার বেলা ১১টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আমিরুল আলম মিলন। প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ইমদাদুল হক।
পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদের পরিচালনায় বক্তৃতা করেন উপজেলা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী আজমিন নাহার, উপজেলা যুবলীগ আহবায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মোজাম্মেল হক মোজাম, উপজেলা ছাত্রলীগ সভাপতি মহিদুজ্জামান ও সাধারণ সম্পাদক নুরুন্নবী পরাগ।
সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ স্বাধীনতা যুদ্ধ ও ১৫ ই আগস্ট ঘাতকদের হাতে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
Posted ১০:৩৩ | সোমবার, ১০ জানুয়ারি ২০২২
Swadhindesh -স্বাধীনদেশ | Rafiq Masum