| রবিবার, ০৯ জানুয়ারি ২০২২ | প্রিন্ট
শাহরিয়ার মিল্টন, শেরপুর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে জেলা প্রশাসন ও বিসিক জেলা কার্যালয়ের আয়োজনে মাসব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার উদ্বোধন করা হয়েছে। শনিবার (৮ জানুয়ারি ) সন্ধ্যা ৭টায় জেলা শহরের শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক এমপি।
জেলা প্রশাসক মোঃ মোমিনুর রশীদ এর সভাপতিত্বে মাসব্যাপী বিসিক উদ্যোক্তা মেলায় প্রধান অতিথি আতিউর রহমান আতিক এম,পি বলেন, আপনাদের মতো তরুণ উদ্যোক্তাদের নিজেদের প্রস্তুত করতে হবে আগামী দিনের জন্য। আপনারাই দেশকে এগিয়ে নিয়ে যাবেন। আর প্রজন্মের পর প্রজন্ম যেন এ ধারা অব্যাহত থাকে।
একটা কথা মনে রাখতে হবে আমাদের স্বাধীনতা অর্জনের পেছনে আপনাদের মতো তরুণের শক্তি,উদ্যোগ ও উদ্যোম কাজ করেছে। এই উদ্যোক্তাদের সাথে আমরা সব সময় আছি। আপনাদের এগিয়ে নেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে সকল সহযোগিতা থাকবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি, শেরপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) সাইয়েদ এ.জেড মোরশেদ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক
(রাজস্ব) ফরিদা ইয়াছমিন, পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক, শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব আসাদুজ্জামান রওশন, ডা. শারমিন রহমান অমি।
আলোচনা শেষে বেলুন ও শ্বেত কপোত উড়িয়ে মেলার উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি হুইপ আতিউর রহমান আতিক এমপি। পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ মেলার স্টল গুলো পরিদর্শন করেন। পরিদর্শন শেষে মেলা প্রাঙ্গণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
Posted ১১:৪১ | রবিবার, ০৯ জানুয়ারি ২০২২
Swadhindesh -স্বাধীনদেশ | admin