| রবিবার, ০৯ জানুয়ারি ২০২২ | প্রিন্ট
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাট-৪ আসনের সাবেক এমপি মোরেলগঞ্জ- শরণখোলার অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ড. মিয়া আব্বাস উদ্দীনের ৪র্থ মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে রোববার মিয়া ফাউন্ডেশনের আওতাধীন রওশন- আরা স্মৃতি মহিলা ডিগ্রি কলেজের উদ্যোগে পৃথক পৃথক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
রোববার দুপুর ১২ টায় দোয়া পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মো. জাহাঙ্গীর- আল আজাদ, সরকারি এসএম কলেজের অধ্যাপক (অব.) মো. আ. আউয়াল হাওলাদার, রওশন আরা স্মৃত মহিলা ডিগ্রি কলেজের অধ্যাপক যথাক্রমে মাইনুল ইসলাম শিকদার, মনিরুজ্জামান লাভলু, গিরি ধারী ভৌমিক প্রমূখ।
একই দিন বেলা ১১ টায় কলেজের নারী শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে পৃথক একটি আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
Posted ১০:৩৮ | রবিবার, ০৯ জানুয়ারি ২০২২
Swadhindesh -স্বাধীনদেশ | Rafiq Masum