| বুধবার, ০৫ জানুয়ারি ২০২২ | প্রিন্ট
জবি প্রতিনিধি : নিরাপত্তা ও অপরিচ্ছন্নতার দূর্বিপাকে জবির কেন্দ্রীয় ছাত্রী কমনরুম।জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রী কমনরুমের অবস্থাননতুন (বিবিএ) ভবনের নিচতলায়। যার একপাশ অবস্থিত সদরঘাটগামী রাস্তা। রাস্তার মুখোমুখি কমনরুমের একপাশে উন্মুক্তকরিডোর ও সিঁতে বসে ছাত্রীদের অবসরের অধিকাংশ সময় পার হয়। তবে এখন যেন সেই অবসরের সময়টাই গুটিয়ে নিতেহচ্ছে ছাত্রীদেরকে। রুমের সামনে দেয়াল ঘেঁষে সদরঘাটগামী রাস্তার ফুটপাতে অংশটি যেন এখন হয়ে দাঁড়িয়েছে বখাটেদেরআড্ডাখানা ও সাধারণের টয়লেট। যেখানে বসে ছাত্রীরা ক্লাসের ফাঁকে স্বস্তির নিঃশ্বাস ফেলে সেখানে তারা উত্তপ্ত হচ্ছেবখাটেদের শিশের আওয়াজে। এর কারণ পর্যবেক্ষণ করতে গিয়ে দেখা যায় কয়েক মাস আগে রাস্তা ও ড্রেনের সংস্কার কাজহওয়ার পরে ফুটপাতের উচ্চতা অনেকটা বৃদ্ধি পায়। যার দরুন ফুটপাতে দাঁড়িয়ে দেয়ালের উপর দিয়ে কমনরুমের একাংশ দেখাযায়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী জানান যে, সিঁড়ির ঐ অংশ টায় অনেক ছাত্রীরাই বসে তাদের অবসর কাটায়। বইপড়ে। ক্যাম্পাসের এতো অধিক সংখ্যক ছাত্রীর তুলনায় কমন রুমের জায়গার পরিমাণ শোচনীয় হাওয়ায় ছাত্রীদেরকে সংকলিতজায়গার মধ্যেই তাদের অবসর কাটাতে হয়।কিন্তু এ অবস্থাতে যদি হেনস্তার শিকার হতে হয় তাহলে ক্যাম্পাসে ছাত্রীরা কতটুকুনিরাপদ তা অনেকাংশেই সন্দিহান। সেই শিক্ষার্থীর পাশাপাশি আরও কয়েকজন এই একই সুরে তাল মেলান।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল এর সাথে কথা বলতে গেলে তিনি জানান, বিশ্ববিদ্যালয় প্রকৌশল দপ্তরথেকে মাস তিনেক আগেই এ বিষয়ে পদক্ষেপ নিয়ে দেওয়াল উঁচু করার সিদ্ধান্ত নিয়েছিলো। কিন্তু এ বিষয়ে কোনো পদক্ষেপ এখনপর্যন্ত নেওয়া হয় নি।
পরবর্তীতে এ বিষয়টি নিয়ে ছাত্রকল্যাণের পরিচালক অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম এর সাথে কথা বললে তিনিবিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী দপ্তরের কয়েকজন সহ স্থানটি পর্যবেক্ষণ করেন। এ সময়ে সিসি ক্যামেরা লাগিয়ে স্থানটি সুরক্ষিতকরার সিদ্ধান্ত হলেও এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয় নি।
Posted ১৩:১৮ | বুধবার, ০৫ জানুয়ারি ২০২২
Swadhindesh -স্বাধীনদেশ | admin