| রবিবার, ১১ মে ২০১৪ | প্রিন্ট
১১ মে: নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর সাত খুনের মামলার প্রধান আসামি নুর হোসেনের গাড়ি চালক মুহিবুল্লাহর (৩৫) ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার বিকালে ব্যাপক পুলিশি নিরাপত্তায় গাড়ি চালক মুহিবুল্লাহ ও তার শ্যালক সম্রাটকে (১৮) চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেড আদালতে হাজির করা হলে আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে শনিবার বিকাল চারটার দিকে নোয়াখালীর সেনবাগ থেকে তাদেরকে আটক করে পুলিশ। সেনবাগ থানা পুলিশের সহযোগিতায় মামলার তদন্তকারী কর্মকর্তা নারায়ণগঞ্জ পুলিশ মোবাইল ফোন ট্রাকিংয়ের মাধ্যমে সেনবাগ ও বেগমগঞ্জে অভিযান চালিয়ে তাদেরকে জেলার সীমান্তবর্তী লাউয়াতলী গ্রামের সেরাজুল হকের বাড়ি থেকে আটক করে।
উল্লেখ্য, গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও কাউন্সিলর নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ করা হয়। এরপর শীতলক্ষ্যা নদী থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা দায়ের হয়। মামলা প্রধান আসামী কাউন্সিলর নূর হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ ১৬ জনকে আটক করে।
Posted ১৬:৫৬ | রবিবার, ১১ মে ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin