| রবিবার, ২৬ ডিসেম্বর ২০২১ | প্রিন্ট
মোরেলগঞ্জ প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জ পল্লীর একটি বসতবাড়িতে ডাকাতি ও গৃহবধুকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে শনিবার গভীর রাতে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের পূর্ব চিপাবারইখালী গ্রামের হারুন হাওলাদারের বাড়িতে। পুলিশ সুপার ও থানা অফিসার ইনচাজ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
গৃহকর্তা মো. হারুণ হাওলাদার অভিযোগ করে বলেন, শনিবার দিবাগত রাত ২ পরে যে কোন সময় বসত ভবনের জানালার গ্রীল ভেঙ্গে ৮-১০জন একটি দুবৃত্তের দল ভেতরে ঢুকে ধারালো অস্ত্রেও মুখে জিম্মি করে তাকে ও তার স্ত্রীকে(৪০) মারপিট করে আলাদা কক্ষে বেঁধে রাখে। পরে দুবৃত্তরা মিলে তার স্ত্রীকে গণধর্ষণ করে এবং ঘরে থাকা নগদ ১ লাখ ৯৬ হাজার টাকা ও ৯ ভরি স্বর্ণালংকার হাতিয়ে নেয়।
খবর পেয়ে বাগেরহাট জেলা পুলিশ সুপার কেএম আরিফুল হক ও মোরেলগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. ইকবাল বাহার চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পাশবিক নির্যাতনের শিকার গৃহবধুকে বেলা আড়াইটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখান থেকে তাকে বাগেরহাট সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এ বিষয়ে থানার ওসি (তদন্ত) তুহিন মন্ডল বলেন, ঘটনাটি রহস্যজনক বলে মনে হচ্ছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে। তবে ঘটনাস্থলে পুলিশ কর্মতৎপরতা শুরু হয়েছে।
Posted ১১:০৫ | রবিবার, ২৬ ডিসেম্বর ২০২১
Swadhindesh -স্বাধীনদেশ | Rafiq Masum