| বুধবার, ২২ ডিসেম্বর ২০২১ | প্রিন্ট
মোরেলগঞ্জ প্রতিনিধি :
বাগেরহাটের মোরেরগঞ্জে কর্মরত বেসরকারি সংস্থা ডরপ-এর উদ্যোগে পানিই জীবন প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে উপজেলা সভাকক্ষে উপজেলার সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে পানিই জীবন ফেজ-১১১ এর আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মো. শাহ-ই-আলম বাচ্চু, বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম, দৈনিক সমকাল প্রতিনিধি ফজলুল হক খোকন, দৈনিক সংবাদ প্রতিনিধি গনেশ পাল প্রমূখ।আয়োজকরা জানান, পানিই জীবন প্রকল্পের আওতায় মোরেলগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়নে সুপেয় পানি, সেনিটেশন ও হাইজিন নিয়ে কাজ করছে ডরপ। অসচ্ছল গরিব পরিবারের মাঝে বৃষ্টির পানি সংরক্ষনের জন্য এক হাজার লিটারের ট্যাঙ্কি বিতরণ করেছে। জিউধরা ইউনিয়নের মাদ্রাসা বাজারে সোলার সিস্টেম পিএসএফ স্থাপন করা হয়েছে।
Posted ১৭:৩৪ | বুধবার, ২২ ডিসেম্বর ২০২১
Swadhindesh -স্বাধীনদেশ | Rafiq Masum