| বুধবার, ২২ ডিসেম্বর ২০২১ | প্রিন্ট
মোরেলগঞ্জ প্রতিনিধি :
বাগেরহাটের মোরেলগঞ্জে দুস্থ ও অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে দৈনিক কালের কন্ঠ পত্রিকার পাঠক সংগঠন শুভ সংঘ।
বুধবার বিকেলে উপজেলা প্রশাসন চত্বরে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মো. শাহ-ই-আলম বাচ্চু, বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম , উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম, থানা অফিসার ইন চার্জ ইকবাল বাহার চৌধুরী প্রমুখ। বিতরণ কার্যক্রমের ব্যবস্থাপনায় ছিলেন শুভসংঘের কেন্দ্রীয় পরিচালক জাকারিয়া জামান, কেন্দ্রীয় সদস্য জীবন, রাফি, জেবিন ও দৈনিক কালের কন্ঠের মোরেলগঞ্জ প্রতিনিধি জামাল হোসেন বাপ্পা।
অনুষ্ঠানে মোরেলগঞ্জ পৌর সদরসহ উপজেলা বিভিন্ন এলাকার ৩ শতাধিক অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্র হিসেবে এ কম্বল বিতরণ করা হয় ।
Posted ১৭:৩১ | বুধবার, ২২ ডিসেম্বর ২০২১
Swadhindesh -স্বাধীনদেশ | Rafiq Masum