| শনিবার, ১১ ডিসেম্বর ২০২১ | প্রিন্ট
শরণখোলা প্রতিনিধি, :
বাগেরহাটের শরণখোলায় ৯৫০ পিচ ইয়াবাসহ পাঁচ মাদক ব্যাবসায়ীকে আটক করেছে থানা পুলিশ । এসময় তাদের কাছ থেকে দুইটি মাটরসাইকেল, মাদক পরিমাপের ডিজিটাল মিটার, তিনটি মোবাইল ফোন ও ইয়াবা বিক্রির নগদ ছয় হাজার টাকা জব্দ করা হয়। শনিবার বেলা সাড়ে ১১টার দিক উপজেলার খোন্তা কাটা ইউনিয়নের মঠেরপাড় গ্রাম থেকে তাদের আটক করা হয়ছে।
আটক ব্যক্তিরা হচ্ছে উপজেলার মঠেরপাড় গ্রামের মো. তফসের হাওলাদারের ছেলে মো. ছগির ওরফে ছাল্লু হাওলাদার (৩২), সামছুল হক হাওলাদারের ছেলে মো. তফসের হাওলাদার (৬০), ভারানীর পাড় গ্রামের মো. নাসির হাওলাদারের ছেলে মো. নাঈম (১৮), মোরেলগঞ্জ উপজেলার চালিতাবুনিয়া গ্রামের মো. আওয়াল শেখের ছেলে মো. রাজা শেখ (৩০) ও ঢাকা সবুজবাগ থানাধীন মায়া কানন এলাকার মো. শাহীন আহম্মদর ছেলে মো. ইয়াসিন রাবি (১৫)।
শরণখালা থানার ওসি মা. সাইদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয় তাদেরকে আটক করা হয়।
Posted ১১:২২ | শনিবার, ১১ ডিসেম্বর ২০২১
Swadhindesh -স্বাধীনদেশ | Rafiq Masum