| শনিবার, ০৪ ডিসেম্বর ২০২১ | প্রিন্ট
নোয়াখালী প্রতিনিধি :
আগামী ২৫ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফত মজলিসের অনুষ্ঠিতব্য সাধারণ পরিষদের একাদশ অধিবেশন বাস্তবায়ন করার লক্ষ্যে নোয়াখালী জেলা শাখার দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমীর শাইখুল হাদিস আল্লামা সাখাওয়াত হোসাইন
বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মাষ্টার সাইফুদ্দিন, নোয়াখালী জোন সহকারী পরিচালক মাওলানা মোহাম্মদ আলী মিল্লাত।
নোয়াখালী জেলা সভাপতি মাও. রুহুল আমিন চৌধুরীর সভাপতিত্বে জেলা সিনিয়র সহ সাধারণ সম্পাদক মাও. মোরশেদ আলম মাসুম ও জেলা সহ সাধারণ সম্পাদক মাও. জিয়াউর রহমানের যৌথ পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন
নোয়াখালী জেলা সাংগঠনিক সম্পাদক মাও. মামুনুর রশিদ, বায়তুলমাল সম্পাদক প্রভাষক মিজানুর রহমান ফুয়াদ, জেলা ওলামা বিষয়ক সম্পাদক মাও. ফয়জুল্লাহ মুহা. ফাইয়াজ, জেলা অফিস সম্পাদক প্রভাষক তাজুল ইসলাম মাহমুদ, জেলা নির্বাহী সদস্য ডা. মুহাম্মদ শহীদুল্লাহ, ছাত্র মজলিস নোয়াখালী জেলা সভাপতি মো. নাসির চৌধুরীসহ বিভিন্ন উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।
সমাবেশে আগামী ২৫ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য সাধারণ পরিষদের একাদশ অধিবেশন সফল করার জন্য ব্যাপক উপস্থিতি ও তৃণমূল সংগঠনকে মজবুত করার জন্য নানা পদক্ষেপ গ্রহন করা হয়।
Posted ১৪:০২ | শনিবার, ০৪ ডিসেম্বর ২০২১
Swadhindesh -স্বাধীনদেশ | Rafiq Masum