| বুধবার, ০৭ মে ২০১৪ | প্রিন্ট
ঢাকা, ৭ মে : আসছে মা দিবসে বিশেষ সম্মাননায় ভূষিত হতে যাচ্ছেন দুই বাংলার জনপ্রিয় নায়ক ফেরদৌসের গর্ভধারিণী মা আছিয়া আশরাফ। ঢাকার মহাখালীতে অবস্থিত আয়েশা মেমোরিয়াল স্পেশালাইজড হসপিটালের পরিচালক আশীষ কুমার চক্রবর্তীর উদ্যোগে তাকে ‘বিশেষ সম্মাননা’ দেয়া হচ্ছে।
বিষয়টি নিয়ে আশীষ কুমার চক্রবর্তী বলেন, ‘নিঃসন্দেহে চিত্রনায়ক ফেরদৌস আমাদের দেশের গর্ব। বলা যায় বাংলা চলচ্চিত্রকে আন্তর্জাতিকভাবে পরিচিতি কিংবা সমাদৃত করে তুলতে তারও বিশেষ অবদান আছে এবং এটাকে অস্বীকার করার কোনো উপায় নেই। সেইসঙ্গে তিনি এখন পর্যন্ত তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। দেশের একজন গর্বিত সফল মানুষের মা হিসেবেই ফেরদৌসের মা বিশেষ এই সম্মাননা পাওয়ার অধিকার রাখেন। তাই তাকে এই বিশেষ সম্মাননায় ভূষিত করা হচ্ছে।’
চিত্রনায়ক ফেরদৌসের মা আছিয়া আশরাফ বলেন, ‘নিজের সন্তানের সাফল্যে বিশেষ সম্মাননায় ভূষিত হওয়া্ত এটা যে কত আনন্দের বলে বুঝাতে পারব না। আজ ফেরদৌসের বাবা বেঁচে থাকলে তিনিই সবচেয়ে বেশি খুশি হতেন।
Posted ১১:৪৬ | বুধবার, ০৭ মে ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin