| সোমবার, ২৯ নভেম্বর ২০২১ | প্রিন্ট
মোরেলগঞ্জ(বাগেরাহট)প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জে আওয়ামী মৎস্যজীবী লীগকে সহযোগী সংগঠনে স্বীকৃতি দেয়ায় দ্বিতীয় বর্ষপূর্তী উপলক্ষে আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১ টায় উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের উদ্যোগে দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে একটি আনন্দ র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, আওয়ামী লীগ নেতা আফজাল হোসেন মাসুম, উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি মো. মুনসুর আলী শেখ, সাধারণ সম্পাদক মো. আল-আমিন শেখ প্রমুখ।
উপজেলা ও পৌর মৎস্যজীবী লীগের আয়েজনে অনুষ্ঠিত সভায় বক্তরা আওয়ামী মৎস্যজীবী লীগকে সহযোগী সংগঠনে স্বীকৃতি দেয়ায় প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। পাশাপাশি সরকারের উন্নয়নমূক কর্মকান্ডে সকলের সহযোগীতা কামনা করেন।
আলোচনা শেষে মিষ্টি বিতরণ করা হয়।
Posted ০৮:৪৪ | সোমবার, ২৯ নভেম্বর ২০২১
Swadhindesh -স্বাধীনদেশ | Rafiq Masum