| রবিবার, ২৮ নভেম্বর ২০২১ | প্রিন্ট
মোংলা(বাগেরহাট)প্রতিনিধি:
স্কুল পর্যায় অত্যাধুনিক ওয়াসবøক নির্মান করার জন্য সরকারের পাশাপাশি দাতা সংস্থা সহ সকলকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন বন পরিবেশ ও জলবায়ুী বিষায়ক উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার। শনিবার সকাল ১১ টায় মোংলা সরকারি টি এ ফারুক স্কুল এন্ড কলেজে রুপান্তরের ক্রেইন প্রকল্পের ওয়াশ বøক উদ্বোধন হস্তান্তর অনুষ্ঠানে উপমন্ত্রী এ আহবান জানান। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইডের নেতৃত্ব এবং ওয়াটার এইড বাংলাদেশ’র কারিগরী সহায়তায় রূপান্তর কর্তৃক বাস্তবায়িত পুষ্টি উন্নয়নে অংশগ্রহণ ম‚লক প্রকল্পের আওতায় ওয়াশ বøক হস্তান্তর এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদার।
এ ছাড়া উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন নাহার হাই, অধ্যক্ষ আবু সাইদ খান, স্কুল প্রতিষ্ঠাতা দরিয়া ফারুখ, রূপান্তর ক্রেইন প্রকল্প প্রজেক্ট কোর্ডিনেটর খালেদা হোসেন মুন, তসলিম আহমেদ টংকর, এ্যাডভোকেসি কোর্ডিনেটর প্রশান্ত চক্রবর্তী, বিপাশা রায় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে উপমন্ত্রী হাবিবুন নাহার বলেন, শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষাৎ । তাই তাদের পুষ্টি ও স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হবে।
Posted ১৫:৫৯ | রবিবার, ২৮ নভেম্বর ২০২১
Swadhindesh -স্বাধীনদেশ | Rafiq Masum