| মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১ | প্রিন্ট
মোরেলগঞ্জ (বাগেরহাট)প্রতিনিধি :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে সারাদেশের ন্যায় বাগেরহাটের মোরেলগঞ্জেও শেখ রাসেল দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান নানা কর্মসূচির আয়োজন করে।
সোমবার সকাল সাড়ে ৯ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে পৌর শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশুদেরকে নিয়ে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তাবক অর্পণ করেন বাগেরহাট ৪ জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আমিরুল আলম মিলন।
এ ছাড়া গাছের চারা ও গেঞ্জি বিতরণ, আলোচনা সভা, পুরষ্কার বিতরণী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন আয়েজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আমিরুল আলম মিলন।
উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মো. শাহ্-ই-আলম বাচ্চু, জেলা পরিষদ সদস্য অধ্যাপক আফরোজা আক্তার লিনা, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মোজাম্মেল হক, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল।
সভায় অন্যান্যের মধ্যে আলাচনায় অংশ গ্রহন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুল হান্নান, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মো. দিলদার হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. মনিরুল ইসলাম প্রমূখ।
Posted ১৪:৩৪ | মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১
Swadhindesh -স্বাধীনদেশ | Rafiq Masum