বৃহস্পতিবার ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

মোংলা বন্দর কর্তৃপক্ষের সিবিএ নিার্বচন সম্পন্ন নাসির সভাপতি ও পল্টু সাধারণ সম্পাদক

  |   মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১ | প্রিন্ট

মোংলা বন্দর কর্তৃপক্ষের সিবিএ নিার্বচন সম্পন্ন  নাসির সভাপতি ও পল্টু সাধারণ সম্পাদক

মোংলা (বাগেরহাট)প্রতিনিধি :

কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে মোংলা বন্দর কর্তৃপক্ষের কর্মচারী সংঘের(সিবিএ) নির্বাচন। রোববার দক্ষিনাঞ্চলের বৃহত্তর এ সংগঠনটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

এ নির্বাচনে ১৩টি পদের বিপরীতে ঢাকা, বরিশাল, খুলনা, চট্রগ্রাম বিভাগ সহ উত্তরবঙ্গের অঞ্চল ভিত্তিক তিনটি প্যানেলে ৩৯ জন প্রার্থী অংশ গ্রহন করেন। এ নির্বাচন প্যানেল ভিত্তিক হলেও কেউ পুরোপুরি সংখ্যা ঘরিষ্ঠতায় বিজয়ী হতে পারেনি। চট্রগ্রাম ও খুলনা বিভাগের প্যানেলে নাসির চৌধুরী সভাপতি এবং ঢাকা ও বরিশাল বিভাগে খোরশেদ আলম পল্টু সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। পরিষদের অন্য পদে চট্রগ্রাম ও খুলনা বিভাগের ৪ জন এবং ঢাকা ও বরিশাল বিভাগের ৭ জন বিজয়ী হয়েছেন। ভোটের ফলাফলে বন্দর সংশ্লিষ্ট এ সংগঠনের নেতৃত্ব ও কর্তৃত্ব এসেছে ঢাকা ও চট্রগ্রাম বিভাগে। মোংলা বন্দর স্কুল এন্ড কলেজে, ঢাকা, খুলনা ও হিরনপয়েন্ট এলাকায় ৪টি ভোট কেন্দ্রে  সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এ সংগঠনের ৮শ’৪৩ ভোটারের মধ্যে ৭শ’৮৬ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচন ঘিরে নৌবাহিনীর বন্দর কন্টিজেন্ট সদস্য, র‌্যাব, পুলিশ ও আনসাারসহ বিপুল সংখক আইনশৃংখলা বাহিনীর উপস্থিতিতি ছিল চোখে পাড়ার মতো। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান বাগেরহাট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ভুইয়া হেমায়েত উদ্দিন ও  বন্দর কর্তৃপক্ষের উপ-সচিব মাকরোজ্জামান সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। একই সঙ্গে বন্দর স্কুলের ভোট কেন্দ্র পরিদর্শনসহ সার্বিক নজরদারী করেন মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মাদ মুসা ও খুলনা শ্রম অধিদপ্তরের পরিচালক মো. মিজানুর রহমান।

নির্বাচন পরিচালনা কমিটির দেয়া তথ্য মতে, নাসির চৌধুরী-ফিরোজ প্যানেল থেকে নাসির উদ্দিন চৌধুরী (ছাতা) প্রতীক নিয়ে ৩৮৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্ব›দ্বী প্রার্থী মো. নাসির উদ্দিন মৃধা (চেয়ার প্রতীক) পেয়েছেন ৩৬২ ভোট। পল্টু-নাসির মৃধা প্যানেল থেকে মো. খোরশেদ আলম পল্টু (গরুর গাড়ী) প্রতীক নিয়ে ৩৭৪ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এখানে তার নিকটতম প্রতিদ্ব›দ্বী মো. এস এম ফিরোজ (দোয়াত কলম) প্রতীক পেয়েছেন ৩৫৬ ভোট। কার্যকারী সভাপতি মো. মুসফিকুর রহমান ও কোষাধ্যক্ষ পদে মনিরুজ্জামান চৌধুরী নির্বাচিত হয়েছেন।

এছাড়া অন্যান্য পদে সহ-সভাপতি এ কে এম ফারুকুজ্জামান, অতিরিক্ত সাধারন সম্পাকদ গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক মো. সরোযার হোসেন খোকন ও সহ-সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন, দপ্তর সম্পাদক মো. ওমর ফিরোজ, প্রচার সম্পাদক হাবিবুর রহমান, সমাজ কল্যান সম্পাদক মো. নাসির উদ্দন পাটয়ারী ও কার্যনির্বাহী সদস্য মো. ফজলুল হক নির্বাচিত হয়েছেন।

মোংলা বন্দর কর্মচারী সংঘের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান জানান, ‘মোংলা বন্দর সিবিএ নির্বাচন অত্যান্ত সুন্দর অবাধ নিরেপক্ষভাবে অনুষ্ঠিত হয়েছে। এখানে যারা ভোটাধিকার প্রয়োগ করেছেন তারা উৎসব মুখর পরিবেশে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন। ভোট শুরু থেকে শেষ পর্যন্ত কোন প্রার্থীর কাছ থেকে কোন প্রকার অভিযোগ পাওয়া যায়নি এবং এ নির্বাচনে কাউকেই অনিয়ম করার সুযোগ দেয়া হয়নি বলে জানান নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান।

Facebook Comments Box
advertisement

Posted ১৪:২১ | মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com