| বৃহস্পতিবার, ১২ আগস্ট ২০২১ | প্রিন্ট
বিএম. শাওন ,মোরেলগঞ্জ প্রতিনিধি :
শরীয়তপুর জেড. এইচ. সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য হয়েছেন মোরেলগঞ্জের কৃতি সন্তান প্রফেসর ড. তালুকদার মো. লোকমান হাকিম। তিনি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক এবং প্রাক্তন বিভাগীয় চেয়ারম্যান। আজ বৃহস্পতিবার তিনি তার নতুন কর্মস্থলে উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহন করেছেন। বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আগামী চার বছরের জন্য তাকে ওই বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ প্রদান করেছেন ।
প্রফেসর ড. তালুকদার মো. লোকমান হাকিম ১৯৬৪ সালের ৩০ ডিসেম্বর বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার পুটিখালী ইউনিয়নের ভাটখালী গ্রামে জন্মগ্রহন করেন। মরহুম সিরাজ উদ্দিন তালুকদার ও মরহুমা বেগম ফাতেমা সিরাজ এর মেধাবী সন্তান মো. লোকমান হাকিম কৃতিত্বের সাথে এসএসসি ও এইচএসসি’পাশ করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বি এ (সম্মান) ২য় স্থান এবং মাষ্টার্স’এ প্রথম স্থান দখল করেন। ২০০৫ সালে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে “বাংলা মুসলিম মধ্যবিত্ত সমাজ (১৮৫৭-১৯৪৭) সামাজিক শ্রেণী বিন্যাশ ও সংস্কৃতিক রুপান্তর” বিষয়ে ডক্টরেট (পিএইচডি) ডিগ্রি লাভ করেন।
১৯৯৫ সালে ১৫ তম জেনারেল বিসিএস শিক্ষা ক্যাডারে চতুর্থ স্থান অধিকার করে নিলফামারী সরকারি কলেজে প্রভাষক পদে কর্মজীবন শুরু করেন। ১৯৯৬ সালে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করে ২০০৯ সালে প্রফেসর হিসেবে উন্নীত হন। তিনি ইবি’র বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব পালন করেন।
প্রফেসর ড. তালুকদার মো. লোকমান হাকিম রাজশাহী বিশ্বিবিদ্যালয় অধ্যায়নকালীন বাংলাদেশ ছাত্রলীগ ড. শহীদ শামসুজ্জোহা হল শাখা সভাপতি। ইবিতে অধ্যাপনাকালীন বঙ্গবন্ধু পরিষদ ইবি শাখার বিভিন্ন দায়িত্ব পালন করে আসছেন। তিনি বাংঙ্গালী জাতীয়তাবাদ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী শিক্ষকদের সংগঠন “শাপলা ফোরাম” এর যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
Posted ১২:৪৬ | বৃহস্পতিবার, ১২ আগস্ট ২০২১
Swadhindesh -স্বাধীনদেশ | Rafiq Masum