| রবিবার, ০৮ আগস্ট ২০২১ | প্রিন্ট
বিএম. শাওন. মোরেলগঞ্জ প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জে অবৈধভাবে সংযোগ নিয়ে বিদ্যুৎ চুরির দায়ে শহিদুজ্জামান শহিদ নামে এক ব্যাক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার বেলা ১২ টার দিকে পৌরসভার বয়রাতলা এলাকার বাসিন্দা শহিদকে হাতেনাতে ধরে ফেলেন ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ আলী হাসান ও বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা ।
এ বিষয়ে পল্লী বিদ্যুৎ মোরেলগঞ্জ জোনাল অফিসের ডিজিএম এবিএম মিজানুর রহমান বলেন, পুলিশের সহযোগীতায় দলটি শহিদের বাসভবনে অভিযান চালায়। এসময় বৈধ বিদ্যুৎ সংযোগের পাশাপাশি একটি অবৈধ বিদ্যুৎ সংযোগ ধরা পড়ে। সে কারনে ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাকে ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করে।।
Posted ১৭:৪৯ | রবিবার, ০৮ আগস্ট ২০২১
Swadhindesh -স্বাধীনদেশ | Rafiq Masum