| শনিবার, ১০ জুলাই ২০২১ | প্রিন্ট
বিএম. শাওন, মোরেলগঞ্জ প্রতিনিধি:
বাগেহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেনসহ করোনা সুরক্ষা সামগ্রী হস্তান্তর করেছেন জাতীয় সংসদ সদস্য, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এ্যাডভোকেট মো. আমিরুর আলম মিলন।
শনিবার বেলা ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতির নিকট আনুষ্ঠানিকভাবে তিনি এসব চিকিৎসা সামগ্রী হস্তান্তর করেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয় থেকে পাওয়া এসব সুরক্ষা সামগ্রীর মধ্যে রয়েছে ১৫ টি অক্সিজেন সিলিন্ডার, পাল্স অক্সিমিটার ১০টি ও অক্সিজেন কনসেনট্রেটর ৫টি।
হস্তান্তর শেষে তিনি স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা- কর্মচারীদের নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এক সভায় মিলিত হয়ে প্রধান অতিথির বক্তৃতা করেন।
উপেজলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট সিভিল সার্জন ডা. মো. হুমায়উন কবির, উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট মো. শাহ-ই আলম বাচ্চু।
উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মোজাম্মেল হকের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. দেলোয়ার হোসেন, মোরেলগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. মনিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম. এমদাদুল হক, উপজেলা যুবলীগ যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট তাজিনুর রহমান পলাশ, উপজেলা ছাত্রলীগ সভাপতি মহিদুজ্জামান, সাধারণ সম্পাদক নুরুননবী পরাগ প্রমূখ।
Posted ১৬:০০ | শনিবার, ১০ জুলাই ২০২১
Swadhindesh -স্বাধীনদেশ | Rafiq Masum