| রবিবার, ১৪ মার্চ ২০২১ | প্রিন্ট
————————————মহান আল্লাহর সাহায্য ও রহমত কামনা করে পীর ছাহেব ক্বিবলার মোনাজাত ব্রাহ্মণবাড়ীয়া জেলাধীন ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফের পীর ও বাংলাদেশ আঞ্জুমানে খাদিমুল ইসলামের আমীর শাহ সূফী আলহাজ্ব মাওলানা মুফতি সৈয়দ সালেহ আহমাদ মামুন আল হোসাইনী বলেছেন, শরীয়তের হুকুম আহক্বাম মেনে চলতে হবে। শিরক কুফর থেকে বাচঁতে হবে। হালাল খাদ্য ভক্ষণ করতে হবে এবং হারাম বর্জন করতে হবে। তিনি বলেন, নারীদের বেপর্দা চলাচলা ফেরার কারণে দেশে ধর্ষণ, নারী নির্যাতন, ইভটিজিং ও অনৈসলামিক কার্যকলাপ মারাত্বক বৃদ্ধি পেয়েছে। আল্লাহপাক স্বয়ং নারী পুরুষের পর্দা ফরজ করে দিয়েছেন। অবশ্যই সবাইকে পর্দার হুকুর মানতে হবে। আদর্শ সমাজ গঠনের পর্দার কোন বিকল্প নেই। সন্তানদের মা-বাবার খেদমত ও সেবাযতœ করতে হবে। নিজে নামাজ পড়তে হবে এবং পরিবার পরিজনের মাঝে নামাজ কায়েম করতে হবে। নবীজিকে নিজের জানের চেয়েও বেশি মহব্বত না করলে প্রকৃত মুমিন হওয়া সম্ভব নয়। নবীজীকে মা-বাবা,ভাই-বোন,স্ত্রী-পুত্র, ধন-সম্পদ এমনকি নিজের জানের চেয়েও বেশি মহব্বত করতে হবে। তিনি আরও বলেন, তরিকা ‘তারিকুন’ শব্দ উৎপত্তি। এর অর্থ পথ বা রাস্তা। আল্লাহ ও তাঁর রাসূলকে পাওয়ার একটি সহজ পথ হচ্ছে তরিকা। তরিকাল আসছে নবীজির কদম মোবারক থেকে। তাই বেশি বেশি করে নবীজির উপর দুরুদ সালাম পড়তে হবে। আওলিয়ায়ে ক্বেরাম যে পথ অবলম্বন করে আল্লাহ ও তার রাসূলে রেজামন্দি লাভ করেছেন আমাদেরকের সেই পথ অবলম্বন করতে হবে। হিংসা বিদ্ধেশ পরনিন্দা, চোঘলখুড়ি ও গীবত থেকে বাচঁতে হবে। সুন্নতে নববীর তরিকা অনুস্বরণের মাধ্যমে ফান্দাউক দরবার শরীফ পরিচালিত। এই দরবার আদর্শ মূলমন্ত্রে একটি পূর্নাঙ্গ হক্কানী দরবার। ফান্দাউক দরবার আধ্যাত্বিক তাসাউফ চর্চার অন্যতম প্রাণকেন্দ্র। এই দরবারের আদর্শ অনুস্বরণের কোন বিকল্প নেই। তাই সকল ধর্মপ্রাণ মুসলমান, মুরিদান, মুহিব্বিন ও ভক্তবৃন্দদের আদর্শ অনুস্বরণ করে চলার জন্য পীর ছাহেব ক্বিবলা আহব্বান জানান। পীর ছাহেব, বাংলাদেশ স্বাধীন দেশ। বাংলাদেশের স্বার্বভৌমত্ব রক্ষায় কাজ করতে হবে। এদেশের সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম। তাই ইসলামী সংস্কৃতি বাস্তবায়নের কাজ করতে হবে। স্বাধীন দেশ প্রতিষ্ঠায় যারা প্রাণ দিয়েছে তাদের জন্য দোয়া করতে হবে। ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফের দুই দিন ব্যাপী কেন্দ্রীয় বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিলের প্রথম দিন ও দ্বিতীয় দিন তরিকার তালিম ও তারবিয়াত প্রদান পূর্বক দরবারের বর্তমান পীর আলহাজ্ব মাওলানা মুফতি সৈয়দ সালেহ আহমাদ মামুন আল-হোসাইনী আগত লাখ লাখ ভক্ত ও মুরিদদের উদ্দেশ্যে এসব কথা বলেন। ১২ মার্চ বাদ জুমা পবিত্র ফাতেহা শরীফ পাঠ করার মাধ্যমে মাহফিলের কার্যক্রম শুরু হয়।মাহফিলের সার্বিক ব্যবস্থাপনা ও পরিচালনার দায়িত্বে নিয়োজিত ছিলেন, বাংলাদেশ আঞ্জুমানে খাদিমুল ইসলামের নায়েবে আমীর পীরজাদা আলহাজ্ব হযরত মাওলানা মুফতি শাহ সূফী সৈয়দ মঈনুদ্দিন আহমাদ আল হোসাইনী ও সার্বিক তত্বাবধানে পীরজাদা আলহাজ্ব মাওঃ সৈয়দ আবু বকর সিদ্দিক আল হোসাইনী ও পীরজাদা আলহাজ্ব সৈয়দ বাকের মস্তোফা আল-হোসাইনী। ফান্দাউক দরবার শরীফ কর্তৃক আয়োজিত দুইদিন ব্যাপী ইছালে ছাওয়াব মাহফিল ঘিরে দেশের পূর্বাঞ্চল বৃহত্তর সিলেট বিভাগের সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ ও বৃহত্তর কুমিল্লা, ব্রাহ্মণবাড়ীয়া জেলা নাসিরনগর উপজেলা সহ ফান্দাউকের সভায় সর্বত্র উৎসব মূখর হয়ে উঠে। দূর-দূরান্ত থেকে লাখো লাখো মুরিদান, আশেকান, ও ভক্তবৃন্দ মাহফিলের অংশ গ্রহনের মধ্য দিয়ে পূণ্যভূমি ফান্দাউক অলি-আউলিয়া প্রেমিক ধর্মপ্রাণ মুসলমানদের মিলনমেলায় এক অভূতপূর্ব ভাবগাম্ভি^র্যের পরিবেশ সৃষ্টি হয়। উক্ত ইছালে ছাওয়াব মাহফিলে দেশ বরণ্যের বিশিষ্ট ইসলামী চিন্তাবীদ, পীর মাশায়েখ ও ওলামায়ে কেরামগন ওয়াজ নছিয়ত করেন। মাহফিলের শুরুতে শুক্রবার বাদ জুম্মা ফাতেহা শরীফ, খতমে কোরআন, খতমে বোখারী, মাজার জিয়ারতের মাধ্যমে সভার কাজ শুরু হয়। ২য় দিন দরবার শরীফের উন্নতি, সাফল্য, বিশ্বব্যাপী মহামারি করোনা ভাইরাস থেকে মুক্তি, দেশের কল্যাণ, মঙ্গল এবং মুসলিম বিশ্বের ঐক্য, শান্তি কামনা করে পীর সাহেব সর্বশক্তিমান আল্লাহর নিকট মোনাজাত করেন।
Posted ১৮:৪২ | রবিবার, ১৪ মার্চ ২০২১
Swadhindesh -স্বাধীনদেশ | Samrat Ahmed