| বুধবার, ১৩ জানুয়ারি ২০২১ | প্রিন্ট
বিএম. মাহবুব,মোরেলগঞ্জ প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জে একটি সুপারি বাগান থেকে শহিদুল ইসলাম হাওলাদার(৫২) নামে এক মাদ্রাসা শিক্ষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বেলা সাড়ে ৮টার দিকে দাসখালী গ্রামের আলমগীর হাওলাদারের বাগান থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
উপজেলার হোগলাপাশা ইউনিয়নের হোগলাপাশা গ্রামের আব্দুল গনি হাওলাদারের ছেলে শহিদুল ইসলাম পার্শ্ববর্তী পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার নামাজপুর দাখিল মাদরাসার শিক্ষক হিসেবে কর্মরত। তার স্ত্রী ও দু’টি ছেলে সন্তান রয়েছে।
স্থানীয়রা জানান, আজ সকাল ৭টার দিকে একই এলাকার বাসিন্দা সুধারানী মজুমদার তার বাড়ি সংলগ্ন আলমগীর হাওলাদারের বাগানে লাশ পড়ে থাকতে দেখে। পরে এলাকার লোকজন পুলিশে খবর দেয়।
এ খবরের সত্যতা নিশ্চত করে মোরেলগঞ্জ থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, শহিদুল ইসলামের লাশ পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। তার মৃত্যুর সঠিক কারণ জানতে পোষ্টমর্টেম করানো হবে।
Posted ১১:২৮ | বুধবার, ১৩ জানুয়ারি ২০২১
Swadhindesh -স্বাধীনদেশ | Rafiq Masum