| শনিবার, ০২ জানুয়ারি ২০২১ | প্রিন্ট
বিএম. মাহবুব, মোরেলগঞ্জপ্রতিনিধি :
জাতীয় সমাজসেবা দিবস ২০২১ উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জে ১৪১ জন প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে প্রনোদনার চেক বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে স্থানীয় সংসদ সদস্য, আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট মো. আমিরুল আলম মিলন আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর পক্ষে প্রনোদনার চেক বিতরণ করেন।
উপজেলা প্রশাসন ও সমাজসেবা দপ্তর আয়োজিত এ চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু ও ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক।
এ বিষয়ে উপজেলা সমাজসেবা অফিসার মো. রায়হান কবির বলেন, মুজিব শতবর্ষ ও করোনা মহামারির প্রেক্ষাপটে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে প্রনোদনার আওতায় নিয়েছেন। তারই অংশ হিসেবে প্রতিবন্ধী শিক্ষার্থীদেরকেও প্রনোদনা দেয়া হয়েছে।
Posted ১৫:৩৬ | শনিবার, ০২ জানুয়ারি ২০২১
Swadhindesh -স্বাধীনদেশ | Rafiq Masum