| সোমবার, ২১ ডিসেম্বর ২০২০ | প্রিন্ট
বিএম. মাহবুব, মোরেলগঞ্জ প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জে দেড়লাখ টাকা দেনমোহর ধার্য করে ধর্ষক চৌকিদারের সঙ্গে কলেজছাত্রীর বিয়ে সম্পন্ন হয়েছে। সোমবার বেলা ২ টায় কাজি শহিদুল ইসলামের কাজী অফিসে ধর্ষণের অভিযোগে আটক মামুন মুন্সির সঙ্গে বিয়ে সম্পন্ন হয় ওই কলেজ ছাত্রীর(২১)।
এদিন বেলা ১২টার দিকে উভয় পক্ষের সম্মতিতে জিউধরা ইউনিয়নের মঠবাড়ি গ্রামের ফজলু মুন্সির ছেলে চৌকিদার আল মামুন মুন্সিকে(২৮) তার অভিভাবকের জিম্মায় ছেড়ে দেয় পুলিশ। জনৈকা কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে সোমবার ভোর রাতে মামুন মুন্সিকে আটক করা হয়েছিলো।
এবিষয়ে নির্যাতিতা ছাত্রীর মা একই ইউনিয়নের পার্শবর্তী ঠাকুরানতলা গ্রামের তাছলিমা বেগম বলেন, বিয়েতে রাজি হওয়ায় থানায় লিখিত অভিযোগ দায়ের করিনি। মামুন মুন্সি জিউধরা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চৌকিদার।
এবিষয়েমোরেলগঞ্জ থানার ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, মৌখিক অভিযোগের ভিত্তিতে মামুন মুন্সিকে আটক করা হয়। পরে উভয় পক্ষ বিয়েতে রাজি হলে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে তাকে ছেড়ে দেয়া হয়। ##
Posted ১৬:৫৩ | সোমবার, ২১ ডিসেম্বর ২০২০
Swadhindesh -স্বাধীনদেশ | Rafiq Masum