| সোমবার, ২১ ডিসেম্বর ২০২০ | প্রিন্ট
মোরেলগঞ্জ(বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জ ফেরীঘাট এলাকা থেকে ইয়াবাসহ শফিক কাজীকে (২৮) স্বেচ্ছাসেবকলীগ নেতাকে আটক করেছে পুলিশ।
রোববার সন্ধ্যায় বারইখালী ফেরীঘাট এলাকার রুবেলের চায়ের দোকানের সামনে থেকে ৮ পিচ ইয়াবাসহ শফিক কাজীকে পুলিশ আটক করে।আটক শফিক কাজী বারইখালী গ্রামের মোনতাজ উদ্দিন কাজীর ছেলে। মোরেলগঞ্জ থানা এস আই আব্দুল কাদের জানান, শফিক কাজী একজন মাদক বিক্রেতা ও সেবক। সে ফেরীঘাটের রুবেলের দোকানের সামনে ইয়াবা বিক্রির চেষ্টা চালায় এসময় তার প্যান্টের পকেটে তল্লাসী করে ৮ পিচ ইয়ামা পাওয়া যায়।
এ ঘটনায় মোরেলগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।
Posted ১৬:৪৮ | সোমবার, ২১ ডিসেম্বর ২০২০
Swadhindesh -স্বাধীনদেশ | Rafiq Masum